বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের (India) শ্রেষ্ঠ শিল্পপতিদের তালিকায় একদম প্রথমসারিতে রয়েছেন রতন টাটা (Ratan Tata)। এই বর্ষীয়ান শিল্পপতি তাঁর সহজসরল এবং অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে আকৃষ্ট করেন সবাইকেই। পাশাপাশি, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাঁর অনুরাগীর সংখ্যাও। উল্লেখ্য যে, ইতিমধ্যেই টাটা গ্রুপের (Tata Group) মার্কেট ক্যাপ বেড়ে ৩০ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই প্রথম দেশের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের মার্কেট ক্যাপ এই পর্যায়ে পৌঁছেছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন কেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় রতন টাটার নাম থাকে না? চলুন, জেনে নিই এই সম্পর্কে।
মার্কেট ক্যাপের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স গ্রুপ: টাটা গ্রুপের পরে, রিলায়েন্স গ্রুপ দেশে মার্কেট ক্যাপের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। যেটির মার্কেট ক্যাপ হল ২১.৬ লক্ষ কোটি টাকা। এদিকে, গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপের মার্কেট ক্যাপ হল ১৫.৬ লক্ষ কোটি টাকা। তবে, টাটা গ্রুপ এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকলেও রতন টাটা থাকেন অত্যন্ত সাধারণভাবেই। কয়েকদিন আগেও তিনি দেহরক্ষী ছাড়াই টাটা ন্যানোতে চেপে হোটেল তাজে পৌঁছেছিলেন।
TCS-এর মার্কেট ক্যাপ ১৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে: জানিয়ে রাখি যে, TCS হল টাটা গ্রুপের সবচেয়ে মূল্যবান কোম্পানি এবং এর মার্কেট ক্যাপ প্রায় ১৫ লক্ষ কোটি টাকা। এদিকে, দেশের বৃহত্তম মার্কেট ক্যাপ যুক্ত কোম্পানি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL)। এর পর দ্বিতীয় স্থানে রয়েছে TCS। টাটা গ্রুপের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানি হল টাটা মোটরস। এর মার্কেট ক্যাপ ৩.৪ লক্ষ কোটি টাকা। এদিকে, তৃতীয় স্থানে রয়েছে ওই গ্রুপের কোম্পানি টাইটান। যেটির মার্কেট ক্যাপ হল ৩.২ লক্ষ কোটি টাকা।
আরও পড়ুন: যাত্রীরা হন সতর্ক! ট্রেনে মোবাইল চার্জ দেওয়ার আগে অবশ্যই জানুন এই নিয়ম, নাহলেই সফরে বাড়বে বিপদ
এই কারণে ধনীদের তালিকায় নাম নেই টাটার: লবণ থেকে শুরু করে জাহাজ নির্মাণ সব কিছুতেই টাটা গ্রুপ জড়িত। এই গোষ্ঠীটি কেবল বিলাসবহুল গাড়ি সংস্থা ল্যান্ড রোভার-জাগুয়ারেরই মালিক নয়, পাশাপাশি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ারও মালিক। তারপরও ধনীদের তালিকায় নাম ওঠেনি রতন টাটার। এর কারণ হল, রতন টাটার কোনো কোম্পানিতে নিয়ন্ত্রণকারী অংশ তথা কন্ট্রোলিং স্টেক নেই। টাটা গ্রুপ রতন টাটার পরিবার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু গ্রুপের কোম্পানিগুলির বেশির ভাগ শেয়ারই রাখেনি টাটা পরিবার। রতন টাটাও তাই করেছেন। ২০২২ সালে রতন টাটার মোট সম্পদের পরিমাণ ৩,৮০০ কোটি টাকা অনুমান করা হয়েছিল।
আরও পড়ুন: ভারতের ক্রমবর্ধমান শক্তি ফের হল স্পষ্ট! ৩ বছর পরেই এই পরিসংখ্যানে চিনকে হারাবে আমাদের দেশ
ট্রাস্টের নামে সম্পত্তি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা সন্সের ৬৬ শতাংশ শেয়ার টাটা ট্রাস্টের কাছে রয়েছে। টাটা ট্রাস্ট এমন একটি প্রতিষ্ঠান যেটি বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। টাটা সন্সের আয়ের ৬৭ শতাংশ ট্রাস্টে যায়। এদিকে, রতন টাটার আয়ের উৎস হল টাটা সন্স। এমতাবস্থাও, টাটা সন্সের বেশিরভাগ আয় ট্রাস্টে যায়। এই কারণে, রতন টাটার মোট সম্পদে খুব বেশি পরিবর্তন নেই। পাশাপাশি, টাটা সন্স বিপুল মুনাফা করার পরেও, এর একটি খুব ছোট অংশ রতন টাটার মোট সম্পত্তিতে দৃশ্যমান। উল্লেখ্য যে, রতন টাটা ২০১২ সাল পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন।