ফের হাহাকার যোগীরাজ্যে! স্বামী কে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করল দুষ্কৃতীরা

 

বাংলা হান্ট ডেস্ক: দিন দিন আরও অবনতির দিকে ভেসে যাচ্ছে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা। প্রায় প্রতি সপ্তাহেই রাজ্যের বিভিন্ন অংশ থেকে আসছে ধর্ষণ, খুনের ঘটনার অভিযোগ। রামপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল এবার। এমনকী যৌন নিগ্রহের ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

 

দম্পতি বাইকে চেপে যাচ্ছিলেন রামপুর এলাকা হয়ে। অভিযোগ, সে সময়ই চার দুষ্কৃতী তাঁদের রাস্তা রুখে দাঁড়ায়। তারা মহিলাকে উত্যক্ত করে স্বামীর সামনে। প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয় ওই ব্যক্তিকে। এরপর তাঁকে গাছে বেঁধে দুষ্কৃতীরা চড়াও হয় মহিলার উপর। একে একে মহিলাকে গণধর্ষণ করে তারা। এবং সেই ঘটনার ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়।

4e6a3 img 20190618 wa0027

এই ঘটনার পর ওই দম্পতি পুলিশের দ্বারস্থ হলে, অভিযোগ দায়ের করতে পিছপা হয় পুলিশ। কিন্তু তারপর ঘটনার খবর সংবাদমাধ্যমে আসতেই তাদের টনক নড়ে এবং অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর