বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের দামামা বেজে গেছে ইতিমধ্যেই। পুরোদমে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে বিভিন্ন দল। প্রথম পর্যায়ে করোনার জন্য পুরো আইপিএল শেষ করা যায়নি, তাই অসমাপ্ত পর্বটি এবার শেষ করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। সেই কারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সমস্ত দলগুলির। পিছিয়ে নেই মুম্বাই ইন্ডিয়ান্সও। গত বছরের মতো এবারও সামনে আসতে শুরু করেছে তাদের অনুশীলন পর্বের একাধিক ভিডিও।
এমনই একটি ভিডিওতে এবার অনুশীলন করতে দেখা গেল মুম্বাইয়ের নতুন সংযোজন শচীন পুত্র অর্জুনকে। অর্জুন টেন্ডুলকারকে এবারই বেস প্রাইস দিয়ে দলে টেনেছে মুম্বাই। যদিও এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তবে এবার যে অনুশীলনের ভিডিও সামনে এলো তা বেশ আশা জাগিয়েছে অনেকের মনেই। এখানে দেখা যায় ২১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার মার্কো জেনসেনের সাথে অনুশীলন করছেন শচীন পুত্র।
লক্ষ্য সঠিক ইয়ার্কার প্র্যাকটিস করা, তার জন্য স্ট্যাম্পের সামনে রাখা হয়েছে একটি গ্লাভসও। মার্কোর সঙ্গে তালে তাল মিলিয়ে বেশ কয়েকটি ভালো ইয়ার্কার করতে দেখা গেল অর্জুনকেও। কয়েকবার উইকেটও উড়িয়ে দিলেন তিনি। যা দেখে নিশ্চয়ই খুশি হবেন দলের বোলিং কোচ জাহির খান। বলে রাখা ভালো, অসমাপ্ত আইপিএলের প্রথম পর্বেও এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসই। সাত ম্যাচের চারটিতেই জয়লাভ করে এই মুহূর্তে ৮ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে।
𝐈𝐧 𝐭𝐡𝐞 𝐛𝐥𝐨𝐜𝐤 𝐡𝐨𝐥𝐞…𝐫𝐢𝐠𝐡𝐭 𝐨𝐧 𝐭𝐚𝐫𝐠𝐞𝐭 😎🎯#OneFamily #MumbaiIndians #IPL2021 #KhelTakaTak @MXTakaTak MI TV pic.twitter.com/eCFtQVczX7
— Mumbai Indians (@mipaltan) September 1, 2021
অনেকেই মনে করছেন একবার কোয়ালিফাই করতে পারলে বাকি ম্যাচগুলিতে সুযোগ চলে আসতে পারে অর্জুনের কাছে। প্রসঙ্গত, তার এই বোলিংয়ের ভিডিও দলে সুযোগ পাওয়ার আশা যে বাড়াবে এ নিয়ে কোন সন্দেহ নেই।