বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর! নববর্ষেই DA বৃদ্ধি? রইল নয়া আপডেট

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৪। হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা শেষেই শুরু হবে নতুন বছর। এই আবহে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে আসছে বড় খবর! নতুন বছরেই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর দেবে সরকার? শুরু হয়েছে জল্পনা কল্পনা।

কবে বাড়বে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance)?

গত কয়েকমাসে কেন্দ্র সরকার থেকে শুরু করে একাধিক রাজ্যের সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। তবে বাংলার রাজ্য সরকারি কর্মীরা কোনও সুখবর পাননি। এই আবহে সরকারের মুখ চেয়ে ঘোষণার অপেক্ষা করছেন অনেকে।

এমনিতে দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ আন্দোলন করছে। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো থেকে কেন্দ্রীয় হারে ডিএ (DA) প্রদান, একাধিক দাবি রয়েছে তাঁদের। এই টানাপড়েনের মাঝেই গত বছর দু’দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ হঠাৎ পাল্টি! আজ থেকে হু হু করে বাড়বে তাপমাত্রা! এক নজরে বাংলার আবহাওয়ার খবর

২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে অনেকের অনুমান, এবারও হয়তো তেমনটাই হতে পারে। কিংবা জানুয়ারি মাসেই ‘সুখবর’ দিতে পারে সরকার (Government of West Bengal)। নতুন বছরের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করছেন অনেকে।

Government employees Dearness Allowance

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীন ১৪% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। গত বছর প্রথম দফায় ৪% এবং এর পরবর্তীতে ফের একবার ৪% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক কমেনি। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ-র ফারাক ৩৯%। চলতি মাসের শেষে বা আগামী বছরের শুরুতেই রাজ্যের তরফ থেকে মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও সুখবর দেওয়া হয় কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর