পাকিস্তানের মাটিতে স্টিভ স্মিথকে পেছনে ফেললেন কেন উইলিয়ামসন! সামনে শুধু বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাম্প্রতিক অতীতে ঘরের মাটিতে পাকিস্তানকে (Pakistan Cricket Team) যতটা হেনস্থা হতে হয়েছে সফরকারী দলগুলির কাছে ততটা দুর্ভোগ কোনও বড় ক্রিকেট খেলিয়ে দেশ চলতি শতাব্দীতে ভোগ করেছে কিনা তা রীতিমতো গবেষণার ব্যাপার। অস্ট্রেলিয়ার (Cricket Australia) বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের পাকিস্তান হেরেছিল ১-০ ব্যবধানে। তারপর ইংল্যান্ড (England Cricket Team) পাকিস্তান শহরে এসে তাদের নতুন আগ্রাসের নীতিতে ভর করে পাকিস্তানের মাটিতেই পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে।

এইমুহূর্তে টিম সাউদির (Tim Southee) নিউজিল্যান্ড দল পাকিস্তান সফরে রয়েছে। করাচিতে প্রথম টেস্টে তারা পাকিস্তানের উপর রীতিমতো দাপটে দেখিয়েছে। প্রথম টেস্টে প্রথম ইনিংসে বাবর (Babar Azam) এবং আঘা সালমানের (Agha Salman) ব্যাটে ভর করে পাকিস্তান প্রথম ইনিংসে ৪৩৮ রান তুলেছিল। কিন্তু নিউজিল্যান্ড আরো ভালো ব্যাটিং করে প্রথম ইনিংসে ৬১২ রান তুলেছে। পাকিস্তান অলআউটও করতে পারেনি কিউয়িদের। তারা নিজেরাই ইনিংস ডিক্লেয়ার দিয়েছে।

   

kane williamson 200

নিউজিল্যান্ডের পাকিস্তানের মাটিতে এত বড় রান তোলার পেছনে মূল ভূমিকা যার ছিল তিনি হলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। সদ্য নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখন অনেক খোলা মনে ব্যাটিং করছেন তিনি যার জন্য দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে অত্যন্ত সহজেই দ্বিশতরান করেছেন তিনি।

৩৯৫ বল খেলে ২১টি চার ও ১টি ছক্কা সহযোগে ২০০ রান করে অপরাজিত ছিলেন তিনি। এটি ছিল তার টেস্ট কেরিয়ারের পঞ্চম দ্বিশতরান। এইমুহূর্তে অবসর না নেওয়া ক্রিকেটারদের মধ্যে একমাত্র বিরাট কোহলির (৭) তার চেয়ে বেশি দ্বিশতরান করার রেকর্ড রয়েছে। বর্তমান প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার স্টিভ স্মিথের ঝুলিতে রয়েছে ৪টি দ্বিশতরান।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর