বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) উধাও শীতের আমেজ। শনিবার থেকেই তাপপ্রবাহ চলবে। আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। এরই মধ্যে নতুন সপ্তাহে বৃষ্টিও হবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কবে কোন জেলা ভিজবে? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, হবে বৃষ্টিও- South Bengal Weather
দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এরই মধ্যে রবিবারের জন্য কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি হল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনের তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়বে। ১৬ মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় জারি রয়েছে তাপপ্রবাহের সর্তকতা।
শনিবার তাপপ্রবাহ বইতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায়। আপাতত আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না দক্ষিণবঙ্গে।
বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টি হবে না। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
আরও পড়ুন: ‘প্রধান বিচারপতি এটা করতে পারেন না, উনি আসলে..,’ ভরা এজলাসে তোলপাড় করা দাবি কল্যাণের
শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন সপ্তাহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী দু’দিনে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না উত্তরে।