বাংলা হান্ট ডেস্ক: গত সপ্তাহে শহর থেকে জেলা সর্বত্রই ঝড়-বৃষ্টি চলেছে। তবে নতুন সপ্তাহে আবহাওয়ার ইউ টার্ন। উত্তরবঙ্গের জেলায়-জেলায় ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা থাকলেও দক্ষিণবঙ্গ (South Bengal Weather) মূলত শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে চলতি সপ্তাহে কোথায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নিন আবহাওয়ার আগাম আপডেট (Weather Update)।
কেমন থাকবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া? South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে হালকা ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, বীরভূম, ঝাড়গ্রাম। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সব জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হওয়ার দাপট থাকতে পারে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নেমেছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবার হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা। বুধবার থেকে একধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার পূর্বাভাস।
আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতাতেও। ফের অস্বস্তিকর গরম ফিরবে মহানগরীতে। এক ধাক্কায় তাপমাত্রার বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই গরমের অনুভূতিও ফের বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে গোটা রাজ্যেই। খুব শীঘ্রই কলকাতায় অসহনীয় গরমের ফিল হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে বাংলার অধিকাংশ জেলায়।
এক নজরে উত্তর: (North Bengal Weather) উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় সোমবার ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবারও একইরকম পরিস্থিতি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস।