বাংলা হান্ট ডেস্ক: জ্বালাপোড়া বেড়েই চলেছে। এপ্রিলের গরমে টেকা দায় হচ্ছে রীতিমতো। দিনের বেলায় সূর্যের প্রচন্ড তাপ, রাতেও স্বস্তি নেই। সব মিলিয়ে বেহাল দশা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে, ফের একবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উইকেন্ডে। তার আগে কেমন থাকবে আবহাওয়া? রইল আগাম আপডেট।
আবহাওয়ার বদল দক্ষিণবঙ্গে | South Bengal Weather
লাফিয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। ইতিমধ্যেই একাধিক জেলা জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে। শনিবার থেকেই আবহাওয়ার বদল হতে শুরু করবে। টানা কিছুদিন ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
সপ্তাহান্তে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কলকাতার আবহাওয়া: ভ্যাপসা গরমের মধ্যে ভিজতে পারে কলকাতাও। শনিবার থেকেই বিক্ষিপ্ত ভাবে ঝড় জলের সম্ভাবনা রয়েছে মহানগরীতে। যার জেরে তাপমাত্রাও কমবে। ফলে স্বস্তি কিছুটা মিলবে। শুক্রে পশ্চিমের জেলায় জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তাপপ্রবাহের সতর্কতা জারি।
এক নজরে উত্তর (North Bengal Weather): উত্তরবঙ্গে একধাক্কায় বেড়েছে তাপমাত্রা। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শুক্রবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে আগামী রবিবার পর্যন্ত।