মাত্র ১৭ ঘন্টা! সড়কপথেই এবার পৌঁছে যান কলকাতা থেকে দিল্লি, নয়া উদ্যোগ কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : এবার মাত্র কয়েক ঘন্টায় সহজেই কলকাতা (Kolkata) থেকে পৌঁছে যাওয়া যাবে দিল্লি (Delhi)। এতদিন বিমানের মাধ্যমে দ্রুত পৌঁছে যাওয়া যেত কলকাতা থেকে দিল্লি। অন্যান্য পরিবহন যেমন ট্রেন বা গাড়ি করে দিল্লি যেতে হলে লাগতো ঘন্টার পর ঘন্টা। কিন্তু কেমন হবে সড়ক পথে যদি মাত্র ১৭ ঘন্টায় কলকাতা থেকে দিল্লি যাওয়া যায়?

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবার কলকাতা থেকে দিল্লি কিংবা দিল্লি থেকে কলকাতার যাতায়াত মাত্র ১৭ ঘন্টায় হয়ে যাবে। বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের (Varanasi-Kolkata Greenfield Expressway) সাহায্যে এই অসম্ভবই এবার সম্ভব হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের অধিকর্তারা দাবি করেছেন এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেলে মাত্র ১৭ ঘণ্টায় কলকাতা ও দিল্লীতে যাতায়াত করা সম্ভব হবে।

   

এই এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা যাওয়া-আসার সময় প্রায় ৬ থেকে ৭ ঘন্টা কমে যাবে। তবে এই এক্সপ্রেসওয়ে চালু হতে এখনো তিন বছর সময় লাগতে পারে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের এক অধিকর্তা সোমবার জানিয়েছেন নয়া এই এক্সপ্রেসওয়ে ২০২৬ সালের মধ্যে চালু হয়ে যাবে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই এক্সপ্রেসওয়েটি অনুমোদন পায়।

greenfield

এই এক্সপ্রেসওয়ে শুরু হলে দেশের মূল শহরগুলির দূরত্ব আরো কমে যাবে। এরপরে একদিকে যেমন সড়ক পথে এক শহর থেকে অন্য শহরের দূরত্ব কমবে তেমনই খরচও হবে অনেক কম। মোহানিয়া, রোহতাস, সাসারাম, ঔরঙ্গাবাদ, গয়া, ছাত্রা, হাজারিবাগ, রাঁচি, বোকারো, ধানবাদ, রামগড়, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলির উপর দিয়ে যাবে নতুন এই এক্সপ্রেসওয়েটি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর