সন্তান কোলে নিয়ে যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে পাহারা দিলেন এক মহিলা কনস্টেবল

উত্তর প্রদেশের ওই মহিলা কনস্টেবল চাকরির পাশাপাশি নিজের সন্তাঙ্কেও সামলান। কথায় বলে যে নারি দুর্গা, তার হাতে অনেক কাজ থাকে। তিনি একসাথে সব কাজ করেন, তিনিই দশভূজা। নয়ডায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি অনুষ্ঠান ছিলো,অনুষ্ঠানস্থলে উপস্থিত কয়েকশো পুলিশকর্মীর মধ্যে আলাদা করে নজর কেড়ে নেন তিনি৷ কারনটা নিশ্চই বুঝতে পারছেন।   নিজের আঠারো মাসের সন্তানকে কোলে নিয়েই ডিউটি করছিলেন ওই কন্সটেবল। প্রীতিরানি নামক ওই কন্সটেবল অনেকদিন ধরেই নিজের কাজ আর সংসার একসাথে সাম্লাচ্ছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার সেই সাহসী ছবি, আর তা দেখে অবাক সবাই ৷ওই পুলিশকর্মীর নিজেই জানান  “আমার স্বামী আজ একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে গিয়েছেন৷ সেই কারণে উনি আমার সন্তানের কাছে থাকতে পারেননি৷ তাই বাধ্য হয়েই ওকে আমার সঙ্গে নিয়ে আসতে হয়েছে৷” দাদরি পুলিশ স্টেশনে কর্মরত থাকেন তিনি। নিজের কাজ আর সংসার সব এক্সাথেই সামলান তিনি।ACPO 1রবিবার গৌতম বুদ্ধ নগরে এসেছিলেন যোগী আদিত্যনাথ, আর পরে  সোমবার নয়ডায় আসেন তিনি। তাই নিজের কাজের জন্য সকাল ছটা থেকে ডিউটি-তে যোগ দিতে হয় প্রীতিকে। তাই নিজের কাজের জায়গায় সন্তানকে কোলে নিয়ে চলে আসে প্রীতি৷  কোলে নিয়েই টানা কয়েক ঘণ্টা ্নিজের কাজ করে যান তিনি৷কোলে শিশু নিয়ে এভাবে কাজ করতে দেখে  সাংবাদিককেদর  নজরে পরে যায় তিনি। আর তখন সাংবাদিকরা জানতে চান কি করে এতোকিছু করেন তিনি। আর সেই উত্তরে প্রীতি বলেন যে  ‘ডিউটি তো করতেই হবে৷ তাই বাধ্য হয়েই আমাকে সন্তান নিয়ে এখানে আসতে হয়েছে৷’

তার এই কাজ দেশের নাগরিকদের মনে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি তার সাহস এর এই ছবি ভাইরাল হয়েছে নেটে। তা নিয়ে বাহবা জানাচ্ছেন অনেকেই। ইতিমধ্যেই প্রীতি সবার কাছে কাজের আর সংসার জীবনের এক আইডল হয়ে ঊঠেছে বলা যায়।


সম্পর্কিত খবর