তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! সন্দেশখালি ইস্যুতে এবার মাঠে নামল মহিলা কমিশন

বাংলাহান্ট ডেস্ক : সন্দেশখালি (Sandeshkhali) কান্ড নিয়ে এবার জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) পক্ষ থেকে চিঠি দেওয়া হল নির্বাচন কমিশনকে। চিঠিতে জাতীয় মহিলা কমিশন বলছে, নির্বাচনের পরিস্থিতিতে সন্দেশখালির মহিলারা নির্বাচন কমিশনে করা অভিযোগ তুলে নিচ্ছে।

এই ঘটনার পেছনে তৃণমূলের কোনো চাপ কাজ করছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জাতীয় মহিলা কমিশন। শুক্রবার সকালে চিঠি দিয়ে জাতীয় মহিলা কমিশন বলে, একটি কমিটি গঠন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে।

আরোও পড়ুন : দীর্ঘদিনের দাবি মানল রেল! নয়া জংশন স্টেশন শিয়ালদহ ডিভিশনে

সন্দেশখালির নির্যাতিত মহিলাদের সাথে কথা বলেন এই কমিটির সদস্যরা। কমিটির সদস্যরা জানিয়েছেন, শেখ শাহজাহানের অনুগামীরা যৌন হেনস্থা করেছেন তাদের। সন্দেশখালির নির্যাতিত মহিলারা বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনকে। এছাড়াও চিঠিতে মহিলা কমিশন আরো অনেক দাবি করেছেন।

আরোও পড়ুন : রেকর্ড আয়! ১ বছরে ১১৫ কোটির বেশি যাত্রীর থেকে যা কামালো রেল….হিসেব দেখলে মাথা ঘুরে যাবে

তাদের কথায়, কমিটির সদস্যরা জানতে পেরেছেন যে তৃণমূলের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় মহিলা কমিশন নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের বিষয় খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখার শর্মার বিরুদ্ধে।

election commission ec

তৃণমূলের শশী পাঁজা সাংবাদিক সম্মেলনে বলেছেন, “জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার (Rekha Sharma) বিরুদ্ধে কমিশনে যাবে তৃণমূল। তিনি রাজনৈতিকভাবে সিগন্যাল পেয়ে এখানে এসে পালে হাওয়া দিয়েছেন। মহিলা কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর