নীল ছবিতে কাজ করার অভিযোগে বিজেপির নেতার বিরুদ্ধে! বড় পদক্ষেপ নিল গেরুয়া শিবির

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি দুর্গাপুরের বিজেপির যুব মোর্চার নেতা জিৎ চক্রবর্তীকে নীল ছবিতে দেখা গিয়েছে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। তারপরই চরম অশ্বস্তির মুখে পড়ে গেরুয়া শিবির। এমনকি ওই ভিডিওতে জিৎ চক্রবর্তীর গলায় শিখ ধর্মাবলম্বীরাদের একটি চিহ্ন দেখা যায়। তাতে আরও অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরের।

জিৎ চক্রবর্তীর ওই অশ্লীল ভিডিও ভাইরাল হতেই তাঁর ব্লু ফিল্মে কাজ করার খবর ছড়িয়ে পড়ে। তারপরই বুধবার শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে দুর্গাপুর যুব মোর্চার সম্পাদকের বিরুদ্ধে ডেপুটেশনও জমা পড়ে। বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধন কমিটির সম্পাদক সুরিন্দর সিংয়ের নেতৃত্বে শিখ সমাজের প্রতিনিধিরা আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে বিক্ষোভও দেখান।

নীল ছবির নায়ককে সাথে নিয়ে বিজেপি প্রার্থীর রোড-শো, দুর্গাপুরে চরম বিপাকে বিজেপি | Eai Banglai

উল্লেখ্য, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার করার অভিযোগে জিৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান শিখ ধর্মাবলম্বীরা। এমনকি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুইয়ের সঙ্গে ওই যুব নেতার (Jeet Chakraborty) দূর্নীতির অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মহিলা মোর্চার রাজ্য নেত্রী চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিজেপির (BJP)  জেলা সভাপতি শিবরাম বর্মন জানান, নীল ছবিতে কাজ করার খবর জানাজানি হতেই জিৎকে শোকজ করেছে দল। এমনকি তাঁকে ৩ মাসের জন্য সাসপেন্ডও করা হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি তিনি এও জানান যে, পরবর্তী সময়ে যুব মোর্চার ওই নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে দল সম্পূর্ণ রুপে সহযোগিতা করবে। তবে তিনি এও জানান, একজনের ব্যক্তিগত দোষের দায় কোনও মতেই দল নেবে না।

 

 

 

সম্পর্কিত খবর