বাংলাহান্ট ডেস্কঃ আজ মহাশিবরাত্রি (Mahashivratri)। হিন্দু মহিলারা আজকের দিনে নিজের মনস্কামনা পূর্ণ করতে সারাদিন উপোষ থেকে প্রহরে প্রহরে মহাদেব শিবের (shiva) মাথায় জল ঢালেন। সেই সঙ্গে ফল ফুলও অর্পণ করেন। তবে আপনি যদি আপনার রাশি মেনে নির্দিষ্ট বস্তু সহযোগে ভগবান শিবের মাথায় জল ঢালেন, তাহলে পাবেন দেবের আশির্বাদ।
আসুন জেনে নিন-
মেষ রাশিঃ গুড় ও জল দিয়ে অভিষেকের পর, লাল চন্দন, বেলপাতা, কনেরের ফুল, লাল প্যাড়া ও সুপুড়ি অর্পণ করুন এই রাশির ব্যক্তিরা।
বৃষভ রাশিঃ প্রথমে দুধ, দই ও জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে তারপর চিনি, চাল, সাদা চন্দন ও সাদা ফুল অর্পণ করুন ভগবানের চরণে।
মিথুন রাশিঃ এই রাশির ব্যক্তিরা প্রথমে আখের রস দিয়ে শিব লিঙ্গ স্নান করিয়ে তারপর মুগ, দূর্বা ও কুশ অর্পণ করুন।
কর্কট রাশিঃ প্রথমে ঘি এবং কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে তারপর চাল ও শঙ্খপুষ্পী দিন।
সিংহ রাশিঃ গুড়ের জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে গুড়ের পায়েস ও আকন্দ ফুল দিয়ে পুজো করুন।
কন্যা রাশিঃ আখের রস দিয়ে স্নান করিয়ে ভাঙ্গ, দূর্বা ও পান অর্পণ করুন মহাদেবের চরণে।
তুলা রাশিঃ প্রথমে সুগন্ধী তেল বা আতর দিয়ে মহাদেবকে স্নান করিয়ে তারপর দই, মধু ও সাদা ফুল দিয়ে পুজো করুন।
বৃশ্চিক রাশিঃ পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করিয়ে লাল রঙের মিষ্টি ও লাল ফুল দিয়ে মহদেবকে স্মরণ করুন।
ধনু রাশিঃ হলুদ দুধ দিয়ে মহাদেবের অভিষেক করা প্রথমে। তারপর কেসর, বেসন দিয়ে তৈরি মিষ্টি ও গাঁদা ফুল অর্পণ করুন মহাদেবের চরণে।
মকর রাশিঃ ডাবের জল দিয়ে মহাদেবকে স্নান করিয়ে বিউলি দিয়ে তৈরি মিষ্টি ও নীলকমল ফুল অর্পণ করুন।
কুম্ভ রাশিঃ এই রাশির ব্যক্তিরা মহাদেবকে তিলের তেল দিয়ে অভিষেক করিয়ে বিউলি ডাল দিয়ে তৈরি মিষ্টি দিয়ে মহাদেবের পুজো করুন।
মীন রাশিঃ জাফরান মিশ্রিত দুধ দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে নাগকেসর, দই ও চাল দিয়ে মহাদেবকে স্মরণ করুন।