ঋদ্ধিমান সাহার বাংলা ছাড়ার আসল কারণ কী? জানালেন উইকেটরক্ষকের স্ত্রী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চিন্তার ভাঁজ সিএবি কর্তাদের কপালে। বাংলা ছাড়তে পারেন এই মুহূর্তে বঙ্গ ক্রিকেটের মুখ ঋদ্ধিমান সাহা। গতকালই ঘোষণা হয়েছে রঞ্জি ট্রফির নক আউটের জন্য ২০ সদস্যের নাম। তাতে জায়গা দেওয়া হয়েছে বঙ্গ ক্রিকেটের দুই তারকা ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামি-কে। দুই তারকাই এখন গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত। কিন্তু ঋদ্ধিমান তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে তাকে যেভাবে কয়েক মাস আগে অপমানিত করা হয়েছে তার একটি বিহিত না হলে বাংলার হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলা তো দূরের কথা, তিনি অন্য রাজ্যের হয়েও রঞ্জি খেলার কথা ভাবতে পারেন।

আগেই জানা গিয়েছিল যে ঠিক কোন বিষয়ে ঋদ্ধিমান কথা বলছেন, তার পরেও ঋদ্ধিমান সাহার স্ত্রী রোমি সাহা এই বিষয়ে নতুন করে আলোকপাত করেছেন। তিনি একটি সাক্ষাৎকারে জানান, সিএবি-এর যুগ্ম সচিব দেবব্রত দাসের মন্তব্যে সত্যিই খারাপ লেগেছে ঋদ্ধির। রঞ্জির গ্রুপ পর্বের ম্যাচে ঋদ্ধিমান ব্যক্তিগত কিছু সমস্যা দেখিয়ে মাঠে নামতে চাননি। তার জায়গায় গ্রূপ পর্বে বাংলার হয়ে নিয়মিত উইকেটকিপার কিপার খেলেছেন অভিষেক পোরেল। সেই সময় ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দেবব্রত। সেই প্রসঙ্গ তুলে এনে রোমি জানান, “ বছরের শুরুর দিকে ও যখন ব্যক্তিগত কারণে রঞ্জির গ্রূপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়, তখন এক সিএবি কর্তা মিডিয়ার সামনে তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। এই মন্তব্যে অত্যন্ত ব্যথিত ঋদ্ধিমান। এরপর দল ঘোষণার পর ও অভিষেক ডালমিয়ার সঙ্গে কথা বললে সিএবি প্রেসিডেন্ট ঋদ্ধিকে নকআউট ম্যাচ খেলার অনুরোধ করেন। কিন্তু ঋদ্ধি সরাসরি জানিয়ে দিয়েছে ও বাংলার হয়ে নামতে প্রস্তুত নয়।”

Wriddhiman Saha 1720x900

যদিও সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়ে দিয়েছেন যে গোটা বক্তব্যটি দেবব্রত বাবুর নিজস্ব ছিল, তাতে সিএবি-র কোনও দায় নেই। কিন্তু তাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নয়। এই মুহূর্তে ৩৭ বছর বয়সী উইকেটরক্ষক গুজরাট টাইটান্সকে আইপিএল জেতানোর লক্ষ্য নিয়ে ব্যস্ত। তিনি তাই এখন এইদিকে মনোযোগ দেবেন না। তবে শোনা যাচ্ছে আইপিএল শেষ হলেই এই নিয়ে ঋদ্ধির সাথে বৈঠকে বসবেন সিএসবি কর্তারা।

চলতি মরশুমের শুরুর দিকে তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল গুজরাট দলে। পরপর পাঁচটি ম্যাচে তিনি বেঞ্চে বসে ছিলেন। তার জায়গায় বিশ্বকাপ জয়ী উইকেটরক্ষক ম্যাথু ওয়েড-কে সুযোগ দেওয়া হয়েছিল যিনি উল্লেখযোগ্য কিছু প্রমাণ করতে পারেননি। তারপর ঋদ্ধিকে সুযোগ দেওয়া হলে তিনিও প্রথম ম্যাচে ব্যর্থ হন। কিন্তু তারপর থেকে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অর্ধশতরান সহ ৮ ম্যাচে ২৮১ রান করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন। পাওয়ার প্লে-তে তার স্ট্রাইক রেট ১৫০-র ওপরে! যদি সত্যি তিনি বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন,তাহলে তা সিএসবির পক্ষে লজ্জাজনক ব্যাপার হবে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর