বাংলাহান্ট ডেস্ক: বলিউডি বিয়ে মানেই জাঁকজমক, টাকার খেলা। কার প্রাচুর্য কত বেশি সেটা যেন এই দিনেই সবথেকে ভাল ভাবে বুঝিয়ে দেওয়া যায়। সেই সঙ্গে লাইমলাইটে থাকার লোভ তো রয়েছেই। কিন্তু এই দিক দিয়ে ব্যতিক্রম ছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। ইন্ডাস্ট্রির যথেষ্ট সফল এবং জনপ্রিয় তারকা হয়েও খুবই ছিমছাম ভাবে, নিজের সংষ্কৃতি মেনে বিয়ে সেরেছিলেন ইয়ামি।
‘উরি’ ছবির পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ইয়ামি। বিয়ের দিন কয়েক পরে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করলে চমকে গিয়েছিলেন সকলে। কেউই জানতেন না ইয়ামি আদিত্যর গোপন বিয়ের ব্যাপারে। কিন্তু তাঁদের বিয়ের রীতি, অনুষ্ঠানের ছবি মুগ্ধ করেছিল সকলকে। হিমাচল প্রদেশের রীতি, আচার অনুষ্ঠান মেনে বিয়ে করেছিলেন ইয়ামি।
আরো একটি বিষয় নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিল। বিয়েতে নিজের মায়ের শাড়ি পরেছিলেন ইয়ামি। নাহ, অন্য অভিনেত্রীদের মতো নামীদামী ফ্যাশন ডিজাইনারদের তৈরি লক্ষাধিক টাকা দামের লেহেঙ্গা, শাড়িতে সাজেননি তিনি। বিষয়টা অবাক করেছিল অনেককেই।
সম্প্রতি এর কারণ হিসাবে আরো অবাক করা তথ্য জানান ইয়ামি। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার বিয়েটা আমার ব্যক্তিত্ব মূল্যবোধকেই আরো স্পষ্ট ভাবে প্রকাশ করেছে। আমি ভাগ্যবতী যে সঙ্গী হিসাবে আমি এমন একজন মানুষকে পেয়েছি যে আমার মতোই ভাবে। আমার মতে বিয়েতে তোমার মন যেটা চায় সেটাই করা উচিত। অন্য কারোর নির্দেশে চলা উচিত নয় এদিন।”
তিনি আরো বলেন, “আমি খুব ভাল ডিজাইনারদের পোশাক পরতেই পারতাম। সেই সুবিধাটা আমার আছে। কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও কিছু নামী ডিজাইনাররা রয়েছেন যারা খুব ‘বিখ্যাত’ না হলে তাঁদের পোশাক দিতে চান না। আমার নিজের সঙ্গেই এমনটা ঘটেছিল। একজন আমাকে বলেছিল, একটি লেহেঙ্গা আমার জন্য নয়। কারণ আমি ওই ডিজাইনারের যোগ্য নই।”
সেদিনই ইয়ামি ঠিক করে নিয়েছিলেন আর কাউকে তিনি আঘাত করার সুযোগ দেবেন না। বিয়ের দিনটা যেহেতু তাঁর নিজের তাই সেদিন তাঁর ইচ্ছামতোই সবটা হবে বলে ঠিক করে নিয়েছিলেন অভিনেত্রী। নিজের মায়ের শাড়িতে সেজে উঠেছিলেন তিনি। ইয়ামি বলেন, সংষ্কৃতি ও আবেগ তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ।