বাংলাহান্ট ডেস্কঃ শনির দৃষ্টি, কথাটা শুনলেই বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। কথায় বলে, শনি দেবতা (shani deb) একবার যে ব্যাক্তির দিকে কুদৃষ্টিতে তাকাবেন, তাঁর জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। তাই সকলেই চান দেবতা শনিকে সন্তুষ্ট রাখতে। তবে কিভাবে বুঝবেন, যে আপনার জীবনে দেবতা শনির দৃষ্টি রয়েছে? জেনে নিন-
বার্ধ্যক্য বা বয়সের আগেই যদি কারো চুল, দাঁত পড়ে যায়, চোখের জ্যোতি কমে যায়, তাহলেও বুঝতে হবে শনিদেবের কুনজর রয়েছে আপনার উপর।
যদি কোন ব্যক্তির বারবার শুধু জুতো বা চটি হারিয়ে যায় বা ছিঁড়ে যায়, তাহলে বুঝতে হবে তাঁর শনির অবস্থান ভালো নয়।
যদি ঋণের বোঝা থেকে কোনভাবেই আপনি মুক্তি পেতে না পারেন, তাহলে বুঝবেন শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার উপর।
শনিদেবতার রোষানলে পড়লে পারিবারিক জীবন থেকে কর্মক্ষেত্র, সবেতেই তার প্রভাব পড়ে।
কোন ব্যক্তির উপর শনিদেবতা ভীষণভাবে রেগে থাকলে সেই ব্যক্তির কপালের রঙ বদলে যায়। এছাড়া ওই ব্যক্তি সর্বদা হতাশা গ্রস্থ হয়ে থাকবেন।
তেতো এবং তেলতেলে খাবারের দিকে ঝোঁক পড়লে বুঝতে হবে শনিদেবের দৃষ্টি পড়েছে।