আপনারা অভিযোগ করতে থাকুন, কিন্তু ৮ ডলার খরচ করতেই হবে! ব্লু টিক নিয়ে বেফাঁস ইলন মাস্ক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ইলন মাস্ক (Elon Musk) ও টুইটার। নেট নাগরিকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই টুইটার। ইলন মাস্ক তার কোম্পানি টুইটারে একের পর এক অনেক বড় পরিবর্তন আনছেন। টুইটার থেকে অর্থ উপার্জনের জন্য তারা নতুন উপায়ে কাজ করতেও শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, টুইটারে ব্লু টিকের জন্য টাকা দিতে হবে। এর জন্য ব্যবহারকারীকে খরচ করতে হবে ৮ ডলার।

ইলন মাস্ক স্পষ্ট করেছেন যে তার ইচ্ছাতেই টুইটার চলবে। তিনি টুইটারে ব্লু টিক-এর দাম প্রতি মাসে ৮ ডলার রেখেছেন। তবে দেশ অনুযায়ী এই দামের তারতম্য হতে পারে। এছাড়াও ব্লু টিক গ্রাহকরা, বিনামূল্যে নিবন্ধ পড়তে পারবেন। শুধু তাই নয়, কোন কিছু অনুসন্ধানেও অগ্রাধিকার পাবেন তারা। সাবস্ক্রিপশন সহ ব্যবহারকারীরা দীর্ঘ ভিডিও এবং অডিও পোস্ট করতে পারেন।

তবে, টুইটারে ব্লু ঠিক ব্যবহার করার ক্ষেত্রে এই মোটা অঙ্কের অর্থ বিনিময়ের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। অনেক ব্যবহারকারী ব্লু টিক নিয়ে অভিযোগ টুইট করেছেন। যদিও, এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অভিযোগকে বিশেষ পাত্তা দিতে নারাজ মাস্ক। বরং একাধিক অভিযোগ জমা পড়তেই পাল্টা টুইটে তিনি বলেছেন, আপনারা অভিযোগ করতে থাকুন, কিন্তু ব্লু টিকের জন্য ৮ ডলার খরচ করতেই হবে।

এই প্রসঙ্গে আপনাকে বলে রাখা প্রয়োজন যে, বর্তমানে টুইটারে যে ব্লু টিক সিস্টেম আছে মাস্ক সেটাকে গ্রহণ করতে একেবারেই সম্মত হয় । বলা বাহুল্য, টুইটারে সকল ব্লু টিক ব্যবহারকারীর মধ্যে অর্থদানের সামঞ্জসতা আনতেই এই নয়া উদ্যোগ। জানা গিয়েছে, ভারতে ব্লু টিক-এর জন্য ব্যবহারকারীদের ২৯৯ টাকা থেকে ৪৯৯ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। যাইহোক, এর জন্য আমাদের আরও তথ্যের জন্য অপেক্ষা করতে হবে। তবে, টুইটারে ব্লু টিক দেওয়ার জন্য একটি চার্জ থাকবে, এটি পরিষ্কার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X