চ্যানেলে সাবস্ক্রাইবার দেড় কোটি, রিয়েলিটি শো থেকে কাঁচকলা নিয়ে ফিরলেন ইউটিউবার

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে তরুণ প্রজন্ম চটজলদি এবং কম পরিশ্রমে রোজগারের জন্য ইউটিউব (YouTube) প্ল্যাটফর্মের দিকে বেশি ঝুঁকছে। বিগত কয়েক বছরে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। যেকোনো বিষয়ে জানার জন্য মানুষ এখন আগে দৌড়াচ্ছেন ইউটিউব দেখতে। তেমনি বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে ভালো টাকা রোজগার করছেন ইউটিউবাররা। এমনি একজন সফল ইউটিউবার হলেন অরবিন্দ অরোরা (Arvind Arora)।

ইউটিউবে A2 Motivation নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর, যেখানে সাবস্ক্রাইবার সংখ্যা ১৪.৫ মিলিয়ন অর্থাৎ প্রায় ১ কোটি ৪৫ লক্ষের কাছাকাছি। এই চ্যানেল থেকেই মাসে প্রায় ১২-১৫ লক্ষ টাকা রোজগার হয় বলে দাবি ইউটিউবারের। পাশাপাশি Conker নামে একটি অ্যাপও বানিয়েছেন তিনি।

shark tank

এই অ্যাপে ব্যবহারকারীদের চাকরি পেতে স্কিল বেস্ট কোর্স করানোর সুবিধা রয়েছে। এখানে এক্সপার্টদের সাহায্যও নেওয়া যায়। কিছু টাকা খরচ করলেই এই অ্যাপের মাধ্যমে নিজেকে চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত করে নেওয়া যাবে। এই অ্যাপের আইডিয়া নিয়েই সম্প্রতি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে গিয়েছিলেন অরবিন্দ।

যারা জানেন না তাদের জানিয়ে দিই, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া একটি নন ফিকশন শো, যেখানে প্রতিযোগীরা আসেন নিজেদের বিজনেস আইডিয়া নিয়ে। শোতে বিচারকদের আসনে থাকেন দেশের কিছু নামীদামী ব্র্যান্ডের মালিক যারা নিজেরা এক একজন ঝানু ব্যবসায়ী। প্রতিযোগীদের বিভিন্ন ধরণের বিজনেস আইডিয়া শুনে তারা পছন্দ মতো টাকা বিনিয়োগ করেন ব্যবসায়।

শোতে এসে অরবিন্দ জানান, ইতিমধ্যেই ৯ লাখেরও বেশি মানুষ ডাউনলোড করেছে তাঁর এই অ্যাপটি। গণ্ডগোলটা হয় এর পরেই। আইডিয়া বলার পর সঠিক দাম বলার বদলে ওপর চালাকি দেখাতে যান অরবিন্দ। আর তাতেই চটে যান ‘শার্ক’রা। অ্যাপের আইডিয়া পছন্দ হলেও অরবিন্দের কথার ধরণে তারা স্পষ্ট বলে দেন যে, তিনি কথা ঘোরাচ্ছেন। শেষমেষ শার্ক ট্যাঙ্ক থেকে খালি হাতেই ফিরতে হয় অরবিন্দকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর