মায়ের কোলে বসে অবাক চোখে দেখছে নেটজগৎকে, ফের ভাইরাল খুদে সেলেব ইউভানের ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই তিন মাস সম্পূর্ণ করেছে টলিপাড়ার খুদে সেলিব্রিটি ইউভান (yuvaan)। রাজ চক্রবর্তী (raj chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলীর (subhashree ganguly) নয়নের মণি ইউভান এখন নিজেই একজন তারকা। সোশ‍্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করা মাত্রই ভাইরাল। এই পুঁচকে বয়সেই ক‍্যামেরার দিকে এমন অভিব‍্যক্তি দেয় ইউভান যে না ভালবেসে পারা যায় না।

ফের ভাইরাল হয়েছে ইউভানের এক মিষ্টি ছবি। মা শুভশ্রীর কোলে বসে ক‍্যামেরাবন্দি হয়েছে সে। খুদের পরনে নীল টিশার্ট ও জিন্স। বড় বড় চোখে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে ক‍্যামেরার দিকে। শুভশ্রীর ফ‍্যান ক্লাবের তরফে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ছবি।


তিন মাসের জন্মদিন উপলক্ষে ইউভানের একটি ছবি শেয়ার করেন বাবা রাজ চক্রবর্তী। দেখা যায় মা শুভশ্রীর কোলে বসে বড় বড় চোখে ক‍্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সে। ক‍্যাপশনে রাজ লেখেন, ‘আমার দুই নয়নের মণি, মাতৃত্বের তিন মাসের শুভেচ্ছা শুভশ্রী’। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায় ছবিটি।

ছেলেকে কোলে নিয়ে ছবি শেয়ার করেন অভিনেত্রীও। ইউভানের কপালে আদরের চুমুও দিতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেন শুভশ্রী। জিৎ থেকে মানালি, টলিউডের প্রায় সকলেই আদরে ভালবাসায় ভরিয়ে দেয় ইউভানকে।

https://www.instagram.com/p/CI72ZcgDJjc/?igshid=18ebb914ef5wp

কিছুদিন আগে ছেলের একটি মিষ্টি ছবি শেয়ার করে পরিচালক বাবা জানান, করোনার ভ‍্যাকসিনের অপেক্ষায় বসে রয়েছে ইউভান। কারণ সে বাড়ির বাইরে বেরোতে পারছে না। তুমুল ভাইরাল হয় সেই ছবি।

রাজের শেয়ার করা ছবিতে চোখ কুঁচকে মনে একরাশ প্রশ্ন নিয়ে যেন ক‍্যামেরার দিকে তাকিয়েছে খুদে ইউভান। ছেলের মনের ভাব বুঝেই ক‍্যাপশনে রাজ লিখেছেন, ‘কোভিড ১৯ এর ভ‍্যাকসিন কবে আসবে কেউ বলতে পারো? বাড়িতে বসে আমি বোর হয়ে যাচ্ছি। বাইরেও বেরোতে পারছি না। আমার সাইজের মাস্ক তো বানানো হয় না। কি করি?’

X