বাংলাহান্ট ডেস্কঃ সাউদাম্পটনের মঙ্গলবার পাকিস্তান বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের পঞ্চম দিনে এক বিশেষ রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন (Jeams Anderson)। পাক ব্যাটসম্যান আজহার আলিকে আউট করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন অ্যান্ডারসন। প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে 600 উইকেটের মালিক হলেন তিনি।
প্রথম পেস বোলার হিসেবে এই নজির গড়লেন ইংল্যান্ডের এই পেসার। আর অ্যান্ডারসনের এই কীতির জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় স্পিডস্টার জাসপ্রিত বুমরাহ থেকে শুরু করে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। সেই সঙ্গে জাসপ্রিত বুমরাহর জন্য বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যুবরাজ সিং। জাসপ্রিত বুমরাহর জন্য টেস্ট ক্রিকেটে 400 উইকেট নেওয়ার টার্গেট ঠিক করে দিলেন যুবি।
অ্যান্ডারসনের 600 উইকেট নেওয়ার পরেই অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়ে বুমরাহ বলেন ‘600 উইকেট নেওয়ার মতো এই অসাধারণ কৃতির জন্য তোমাকে শুভেচ্ছা এবং তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ তার পরই বুমরাহের টুইটারের উত্তরে যুবরাজ সিং লিখেন তোমার টার্গেট কমপক্ষে 400।