খারাপ সময়ে রেস্তোরাঁ ও তার কর্মীদের সাহায্য জোম্যাটোর

বাংলাহান্ট ডেস্কঃ করোনার কারনে ইতিমধ্যে স্তব্ধ গোটা দেশ। যার জেরে থমকে গেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। অন্যান্য অনেক শিল্পের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাদ্য শিল্প। যার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত ফুড ডেলিভারি আপ্লিকেশন গুলি। ফলে ক্ষতির মুখে তারাও।

How Much Does it Cost to Develop an App like Zomato

ক্ষতির মুখে দাড়িয়েও ফুড ডেলিভারি সংস্থা জানিয়েছে, তাদের গোল্ড মেমবার সাবস্ক্রিপশন (gold member subscription) থেকে উপার্জিত সমস্ত অর্থরাশি রেস্তোঁরা এবং তাদের কর্মীদের কাছে যাবে। রেস্তোঁরা শিল্পকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জোমাটো।

সম্প্রতি একটি ব্লগে জোমাটো জানিয়েছে, আমরা এপ্রিলে বিক্রি হওয়া জোমাটো গোল্ড মেমবার সাবস্ক্রিপশন (gold member subscription) থেকে সমস্ত উপার্জন এই তহবিলে যাবে। তহবিল এই অনিশ্চিত সময়ে রেস্তোঁরা কর্মী, রান্নাঘর এবং সার্ভারগুলিকে সাহায্য করবে। এই তহবিলগুলির প্রাপকদের আমাদের ফেরত দিতে হবে না .

জোমাটো ব্যবহারকারীরা বার্ষিক জোমাতো গোল্ড মেমবার সাবস্ক্রিপশন (gold member subscription) 1,200 টাকায় ক্রয় বা বাড়িয়ে তহবিলে অবদান রাখতে পারেন। কৃতজ্ঞতার পরিচয় হিসাবে, জোমাটোর তরফ থেকে ব্যবহারকারীরা 2 বছরের সদস্যপদ পাবেন।

প্রতিদিনই বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ গোটা বিশ্ব প্রায় স্তব্ধ। ভারতেও নিজের থাবা বাড়িয়েছে করোনা। যে কোনো মুহুর্তে আমরা পৌঁছে যেতে পারি সংক্রমণের তৃতীয় পর্যায়ে।

সম্পর্কিত খবর