বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরে তার প্রতিভার প্রশংসা করে আসছিলেন সকলে। তাকে বুমরা ভুবনেশ্বরের পাশাপাশি ভারতীয় বোলিং লাইন আপের ভবিষ্যৎ আখ্যা দিয়েছিলেন অনেকেই। কিন্তু একটা ম্যাচে যেন রাতারাতি তার জীবন বদলে দিয়েছে। প্রবল সমালোচনার মধ্যে দিন কাটাচ্ছেন ভারতীয় দলের তরুণ বাঁ-হাতি পেসার অর্শদীপ সিং। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স এবং ঘরোয়া ক্রিকেটে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজগুলিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন এই পাঞ্জাবি পেসার।
কিন্তু সকল সাধারণ মানুষ প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজ দেখেন না। সংবাদমাধ্যমের প্রতিবেদনে কিংবা ম্যাচ হাইলাইটস দেখে তারা কোনও খেলোয়াড় সম্পর্কে নিজেদের মতামত প্রস্তুত করেন। যদিও এশিয়া কাপের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। এশিয়া কাপের প্রথম তিন ম্যাচেই দুবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল যার ওপর নজর ছিল গোটা দেশের প্রত্যেকটি ক্রিকেটপ্রেমীরা। আর সেই পাকিস্তানের বিরুদ্ধে যখন অর্শদীপ সিং, বাজে বোলিং করার পাশাপাশি ক্যাচ ফেলেন তখন পরিস্থিতি তার পক্ষে শোচনীয় হয়ে যায়।
এর আগে অনভিজ্ঞ অর্শদীপ হংকংয়ের বিরুদ্ধেও সাদামাটা বোলিং করেছিলেন। কিন্তু হাইভোল্টেজ ম্যাচ না হওয়ায় খুব বেশি সমালোচনার শিকার থাকে হতে হয়নি। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে যায় যে তার উইকিপিডিয়া পেজের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ ওঠে। তাকে রাতারাতি খালিস্থানের ক্রিকেটের বানিয়ে দেওয়া হয়। এরই মাঝে তাকে নিয়ে অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়ের একটি টুইট করেছিলেন। যারা জানেন না তাদেরকে বলে রাখা উচিত যে গত কয়েক মাসে পয়গম্বর ইস্যুতে বারবার শিরোনামে এসেছেন এই ব্যক্তি। ২০১৮ সালে হিন্দুদের ভগবান হনুমানকে নিয়ে কিছু আপত্তিজনক টুইটার ছেড়ে তিনি জেল খাটেন। তো মানে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি শিখ সম্প্রদায়ভুক্ত ক্রিকেটার অর্শদীপের বিরুদ্ধে ঘৃণার প্রশ্রয় দিয়েছেন।
দিল্লি পুলিশের কাছে বিজেপি নেতা মানজিন্দর সিং, জুবায়েরের বিরুদ্ধে অর্শদীপ বিরোধী টুইট এবং মিথ্যা নিউজ শেয়ার করার স্ক্রিনশট নিয়ে অভিযোগ দায়ের করেছেন। ছি ঘ্রিনা ছড়ানোর উদ্দেশ্যে পোস্টগুলি জুবায়ের করেছিলেন তার মধ্যে বেশিরভাগই পাকিস্তানি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে করা। ফলে বিজেপি নেতা দাবি সে জুবায়ের ভারত বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।
বিজেপি নেতা মনজিন্দর এই বিষয়ে একটি টুইট করে লিখেছেন, “পাকিস্তানি এজেন্সির সঙ্গে কাজ করছেন জুবায়ের, যার জন্য আমরা পুলিশে অভিযোগ করতে বাধ্য হয়েছি। ভারতীয় ক্রিকেটারকে নিয়ে খালিস্তানি প্রচার করার একটা ভুল করেছে ও। ওর পোস্ট করা টুইটের স্ক্রিনশট ব্যবহার করে আমাদের দেশকে অসম্মান করছে পাকিস্তানের টুইটার হ্যান্ডলগুলি। ভারতের বিরুদ্ধে শিখদের কাছে এমন ইস্যু নিয়ে ঘৃণা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যার কোনো অস্তিত্বই নেই। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। সীমান্তের ওপারে থাকা ভারত বিরোধী তোর সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করছে জুবায়ের।”