বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। জয়ের লক্ষ্যে আটঘাট বেঁধে ময়দানে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kabach) কর্মসূচী নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন ‘দিদির দূত’রা। সেই মতোই শনিবার রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) সবং ব্লকের বুড়াল গ্ৰাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করতে যান।
বুড়াল মধ্যপাড়া শিবালয় মন্দিরে পুজো দিয়ে এদিন কর্মসূচির শুরু করেন তিনি। আর সেখানে গিয়েই এক অমূল্য মুহূর্তের সাক্ষী রইলেন মন্ত্রী। এদিন যখন তিনি কর্মসূচী পালন করছিলেন সেই সময় শতবর্ষ পেরনো এক বৃদ্ধা (Old Women) মন্ত্রীর সামনে হঠাৎ পায়ে হেঁটে হাজির হন। মাতৃসম বৃদ্ধাকে দেখে অবাক নয়নে চেয়ে থাকেন মন্ত্রী।
তার সামনে এসেই বৃদ্ধা বলেন, ‘‘বাবা তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমার দেওয়া বার্ধক্যভাতা আমি পাচ্ছি।’’ মন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন ওই বৃদ্ধা। এসব শুনে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নেতা। চোখের কোণে জমে রয়েছে জল। সঙ্গে সঙ্গে বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন মন্ত্রী।
পাশাপাশি বৃদ্ধাকে জড়িয়ে ধরেন মানস ভুঁইয়া। প্রণাম করে আশীর্বাদ চাইলে পুত্রসম মন্ত্রীকে দুহাত তুলে প্রাণভরে আশীর্বাদ করেন বৃদ্ধা। এরপর বৃদ্ধাকে বিদায় জানিয়ে ফের নিজ কর্মে বেরিয়ে পড়েন মন্ত্রী। সেখান থেকে বেরিয়ে বুড়াল বাজারে জুনিয়র প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া সহ শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে দেখা করতে যান তিনি।
সেখানে গিয়ে পড়ুয়া, শিক্ষকদের সমস্যার কথা শোনেন মন্ত্রী। সাধ্যমত সেসব মেটানোর আশ্বাসও দেন তিনি। এরপর পড়ুয়াদের মধ্যে চকলেট বিতরণ করে বুড়াল উত্তরে কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন মন্ত্রী। এরপর সোজা পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের সদস্যদের সঙ্গে আলাপ-বৈঠক সারেন।