বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই ICC ২০২৬ সালের মহিলা T20 বিশ্বকাপ (T20 World Cup) আয়োজনের ঘোষণা করেছে। ১ মে ICC জানিয়েছে যে, প্রথমবারের মতো ১২ টি দলকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। এদিকে, ICC ২০২৬ সালের T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যুও ঠিক করেছে। জানানো হয়েছে যে, এই টুর্নামেন্টের ফাইনাল ৫ জুলাই লর্ডসে সম্পন্ন হবে। এর আগে, ২০১৭ সালে মহিলা ODI বিশ্বকাপের ফাইনালও লর্ডসে সম্পন্ন হয়েছিল।
মহিলা T20 বিশ্বকাপে (T20 World Cup) প্রথমবার খেলবে ১২ টি দল:
২৪ দিন, ৩৩ টি ম্যাচ, ১২ টি দল: ২০২৬ সালের মহিলা T20 বিশ্বকাপ (T20 World Cup) ইংল্যান্ডে সম্পন্ন হবে। এই টুর্নামেন্টটি ১২ জুন শুরু হবে এবং ৫ জুলাই পর্যন্ত চলবে। অর্থাৎ, ২৪ দিন ধরে এই টুর্নামেন্ট চলবে। যেখানে খেলা হবে ৩৩ টি ম্যাচ। পাশাপাশি অংশগ্রহণ করবে ১২ টি দল। এই ১২ টি দলের মধ্যে ৮ টি দল ডাইরেক্ট কোয়ালিফাই করবে এবং ৪ টি দল কোয়ালিফিকেশনের মাধ্যমে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের ফরম্যাট: ২০২৬ সালের মহিলা T20 বিশ্বকাপের (T20 World Cup) ফরম্যাট সম্পর্কে জানাতে গেলে বলতে হয় এই টুর্নামেন্টে ৬ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্বের ম্যাচগুলির পর, একটি নকআউট পর্ব সম্পন্ন হবে। যার মাধ্যমে ফাইনালিস্টদের নির্ধারণ করা হবে। এদিকে, ২০২৬ সালের মহিলা T20 বিশ্বকাপের ম্যাচগুলি ইংল্যান্ডের ৭ টি মাঠে সম্পন্ন হবে। যার মধ্যে রয়েছে লর্ডস, ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল এবং ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
আরও পড়ুন: “যুদ্ধ হলে আমরা পাকিস্তানের সাথে আছি”, ঘোষণা ভারতের আরেক শত্রুর
এই দলগুলি যোগ্যতা অর্জন করেছে: টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১২টি দলের মধ্যে ডাইরেক্ট কোয়ালিফাই করেছে এমন ৮ টি দলের নাম চূড়ান্ত করা হয়েছে। যোগ্যতা অর্জনকারী ৮ টি দলের মধ্যে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। বাকি ৪ টি দলের নাম এই বছর সম্পন্ন হতে চলা বাছাইপর্বের পর চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন: মে মাসে ১২ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, কবে কবে রয়েছে ছুটি? দেখে নিন সম্পূর্ণ তালিকা
জানিয়ে রাখি, নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল ২০২৬ সালের T20 বিশ্বকাপে (T20 World Cup) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রবেশ করবে। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে সম্পন্ন সর্বশেষ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।।এদিকে, ICC চেয়ারম্যান জয় শাহ ইংল্যান্ডে সম্পন্ন হতে চলা মহিলা T20 বিশ্বকাপকে একটি পরিবর্তনশীল মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। এর কারণ হল, প্রথমবারের মতো ১২ টি দলকে মহিলা T20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে। ICC জানিয়েছে, এই টুর্নামেন্টের সম্পূর্ণ সূচিও শীঘ্রই ঘোষণা করা হবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: