একশন মুডে মোদি সরকার ! দুর্নীতিতে নাম থাকায় বরখাস্ত করা হলো ২১ জন শীর্ষ অধিকারীককে !

বাংলা হান্ট ডেস্ক :মোদী সরকারের প্রথম জমানা থেকেই দুর্নীতির বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই তো কয়েক দিন আগে আয়কর বিভাগের বেশ কয়েকজন আধিকারিকদের ছাঁটাই করা হয়েছে। তবে এবার আয়কর বিভাগের পর লক্ষ্য রেল দফতর।যদিও আগে থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে যারা দুর্নীতি এবং অকর্মণ্যতার সঙ্গে যুক্ত রয়েছেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে তাই এবার দুর্নীতি এবং অকর্মণ্যতার জন্য ভারতীয় রেলের 21 জন প্রথম শ্রেণি আধিকারিককে বরখাস্ত করল ভারতীয় রেল।

বিভিন্ন রেল জোন থেকে এভাবে কর্মীদের ছাঁটাই করার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সরকারি কর্মচারীদের মহলে।যাঁদের বরখাস্ত করা হয়েছে তাঁদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে সেই সংক্রান্ত বিষয় এখনও সেভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আয়োগ সহ বিভিন্ন মন্ত্রক থেকে ইতিমধ্যেই দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের নাম চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। 13 ডিসেম্বরের মধ্যে এই নাম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তো কর্মদক্ষতার উপযুক্ত না হলেই তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।rail 1

উল্লেখ্য কয়েক দিন আগেই আয়কর বিভাগের বি গ্রুপের একুশ জন কর্মচারীকে ছাঁটাই করেছে কেন্দ্র। দীর্ঘদিন ধরে ঘুষ নেওয়ার অপরাধে এই সমস্ত আধিকারিকদের ওপর নজর রেখেছিল কেন্দ্রীয় সরকার। এমনকি ছাঁটাই করতে পারে বলে হুঁশিয়ারিও জারি করা হয়েছিল। তাই সেই সমস্ত অফিসারদের বাধ্যতামূলক অবসর থেকে বরখাস্ত করেছে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সিভিল সার্ভিস 1972 এর বিধি 56 Jঅনুযায়ী কোনও কারণ বশত 30-50 বছর বয়সী কর্মকর্তাদের ছাঁটাই করার অধিকার রয়েছে সরকারের। যদিও তাঁদের তিন মাসের বেতন দেওয়ার নির্দেশ রয়েছে। উল্লেখ্য, 2014 সাল থেকেই আয়কর বিভাগের অফিসারদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ লক্ষ্য করে আজ ছিল মোদী সরকার তাই এবার পাকাপাকি ভাবে তাঁদের বন্দোবস্ত করতে এক প্রকার উঠে পড়ে লেগেছে কেন্দ্র।

 

সম্পর্কিত খবর