ফের চলল সৌমিত্র ম্যাজিক, আজ ৪ তৃণমূল পঞ্চায়েত মেম্বার সহ ৫০০ জন নেতা-কর্মী যোগ দিলেন বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ আবারও ভাঙল তৃণমূল (All India Trinamool Congress)। এবার তৃণমূলের চার পঞ্চায়েত মেম্বার যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপির দাবি অনুযায়ী আজ বঙ্গ বিজেপির প্রধান কার্যালয়ে বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের লিডার বাপ্পা চন্দ্রাধুর্য, সিপিএম নেতা রাজু বাউরি এবং চারজন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার সহ ৫০০ জন শিবসেনা ও কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন।

উল্লেখ্য, ২০২১ এর নির্বাচনে তৃণমূলকে বাংলা থেকে উৎখাত করতে বদ্ধপরিকর হয়েছে বিজেপি। আর এই জন্য ২১ এর নির্বাচনের আগে রাজ্যে সাংগঠনিক শক্তি বাড়াতে কোমর বেঁধে নেমেছে তাঁরা। রাজ্য জুড়ে করোনার আতঙ্কের মাঝেও তৃণমূল, সিপিএম এবং অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। বিশেষ করে বিজেপির রাজ্য কমিটিতে বদল আনার পর এই উদ্যোগ আরও বেড়েছে।

   

কিছুদিন আগেই রাজ্য বিজেপির যুব মোর্চার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আর তারপর থেকেই তিনি উঠেপড়ে তৃণমূলকে ভাঙতে মাঠে নেমে পড়েছেন। দুই দিন আগেই ওনার হাত ধরে এন্টালি বিধানসভা কেন্দ্রে তৃণমূল থেকে ১ হাজার জন যোগ দিয়েছিল বিজেপিতে। আর তৃণমূলের এই ক্ষত ভরে ওঠার আগেই উনি আবারও জোর ধাক্কা দিলেন শাসক শিবিরে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর