পঞ্চম টি-২০ ম্যাচে ঘটলো ৫ টি ঐতিহাসিক রেকর্ড, ইতিহাস গড়লেন বিরাট-রোহিত

বাংলা হান্ট ডেস্কঃ আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা ফাইনাল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড (India vs England)। এই ম্যাচে ইংল্যান্ডকে 36 রানে হারিয়েছে ভারত সেই সঙ্গে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। এই ম্যাচে দুই দলের ক্রিকেটাররাই দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সেই সঙ্গে করেছেন একাধিক রেকর্ড।
আসুন দেখে নেওয়া যাক এই ম্যাচের গুরুত্বপূর্ণ পাঁচটি রেকর্ড:-

1) ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ভারতের সর্বোচ্চ স্কোর। এতদিন পর্যন্ত 2007 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর ছিল 218 রান। এবার 224 রান করে সেই রেকর্ড ভেঙে দিল ভারত।

79626583 1

2) ডেভিড মালান ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের 1000 রান পূর্ণ করলেন। ইংল্যান্ডের সপ্তম ক্রিকেটার হিসেবে টিটোয়েন্টিতে 1000 রান পূর্ন করলেন ডেভিড মালান।

3) ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারত মোট 16 জন ক্রিকেটার ব্যবহার করেছিল। এই প্রথমবার প্লেইং ইলেভেনে এতজন ক্রিকেটার বদল করলো ভারত।

4) কোহলি তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারে 28 তম হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে 12 টি হাফ সেঞ্চুরি করে কোহলি টপকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

1616259147 pti03 20 2021 000238b 1

5) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে 250 টি বাউন্ডারি মারলেন রোহিত শর্মা। বিরাট কোহলি, মার্টিন গুপ্তিলের পরে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি।

1616041930 rohit 1


Udayan Biswas

সম্পর্কিত খবর