বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ। তিনে তিন করার দাবি করেছে বিজেপি। সংসদে অমিত শাহের সঙ্গে সাক্ষাতে সে কথা জানিয়েও দিয়েছেন মুকুল রায়। কিন্তু বিজেপির মতো ভবিষ্যদ্বাণী করতে নারাজ তৃণমূল। দলের মহাসচিব বলেন,”আমি বিজেপি নেতাদের মতো জ্যোতিষী নই।”
পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”উপনির্বাচনে সরকার পড়ে যাবে না। কিছুই হবে না।” বিজেপি তিনটি কেন্দ্রেই জেতার দাবি করেছে। তৃণমূল কটা জিতছে? এই প্রশ্ন করায়, মহাসচিব জবাব দিয়ে জানান, “আমি জ্যোতিষী নই। মানুষের রায়ের উপর ভরসা রাখতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি করিমপুর জয়প্রকাশ মজুমদার এর উপর হামলা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়ে। তিনি সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত করে বলেন, ‘লাথিটা কার দেখতে হবে। সেটা বিজেপির না জনগণের।’ রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে এই কথার মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে হামলাকারীদেরই সমর্থন করছেন?। রাজনীতিতে বিরোধী নেতানেত্রীদের শারীরিক নিগ্রহ সমর্থন পাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
উল্লেখ্য, অন্যদিকে আবার বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অনুব্রত মণ্ডল ও। তিনি বলেন, ‘রাস্তার ধারে হাঁটতে জানেন না। তাই হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন।’ শুধু তাই নয়, তিনি আরও বলেন, ‘জয়প্রকাশ জানেন না, কীভাবে পা ফেলতে হয়।’ এমনকি জয়প্রকাশ মজুমদারকে লাথি মারার ভিডিও কে মিডিয়ার গিমিক বলে মন্তব্য করেছেন অনুব্রত।
এদিন উপনির্বাচনের ফল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অনুব্রত কে, তিনি মন্তব্য করে বলেন, ‘জেতা নিয়ে দরকার। তাঁরাই জিতবেন। যে একটা ভোটে জিতবে, সেই সিকান্দার।’