বাংলা হান্ট ডেস্কঃ দেশবিরোধী কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে গণভোটের দাবি নিয়ে কড়া ভাষায় প্রতিক্রিয়া একদা রাষ্ট্রপুঞ্জের দাপুটে অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের।
তার দাবি, মুখ্যমন্ত্রী পাকিস্তানের ভাষায় কথা বলছেন। কাশ্মীর নিয়ে একদা পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোটের দাবি তুলেছিল, এখন সেই পাকিস্তানের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে গণভোটের দাবি তুলেছেন।
একই সাথে বাংলায় হিংসার ঘটনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন সুনির্দিষ্ট এফআইআর হয়নি তা নিয়েও প্রশ্ন তোলেন একদা মমতা ঘনিষ্ঠ এই প্রাক্তন আইপিএস। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি করেন ভারতী ঘোষ।