বিজেপিতে যোগদান করলেন তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল।

কয়েক দিন পরেই দিল্লী বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বড় চমক দিল ভারতীয় জনতা পার্টি। বিজেপিতে যোগদান করলেন ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। বুধবার দিল্লির সদর দফতরে গিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অর্জুন সিংহের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেয় তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। শুধু সাইনা একাই নয় সেই সাথে ভাজপা দলে যোগদান করেন সাইনা নেহওয়ালের বোন চন্দ্রাংশু।

বিজেপিতে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইনা নেহওয়ালের বলেন আমি খুব পরিশ্রমী একজন মানুষ, কঠোর পরিশ্রম করে নিজেকে তৈরি করেছি। দেশের হয়ে পদক জিতেছি। আমি নিজে পরিশ্রমী বলে যারা পরিশ্রম করে আমি তাদের পছন্দ করি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যার একজন খুবই পরিশ্রমী মানুষ। উনি দেশের হয়ে যেভাবে কাজ করে চলেছেন সেটা দেখে আমি অনুপ্রাণিত। আমিও দেশের জন্য কাজ করতে চাই সেই জন্যই নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগদান করলাম।

2526073015b725c55fd6f53ed22c30418918b1cc

পিভি সিন্ধুর উত্থানের আগে সাইনাই ছিলেন দেশের ব্যাডমিন্টনের প্রধান মুখ। দেশের হয়ে সাইনা 24 টি আন্তর্জাতিক খেতাব জিতেছেন। 2009 সালে সাইনা সকলকে টেক্কা দিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠেন। এরপর 2015 সালে কেরিয়ারের সেরা র্যাঙ্কিং বিশ্বের এক নম্বর হন তিনি। এছাড়াও লন্ডন অলিপিক্সে ব্রোঞ্চ পদক জিতেছিলেন তিনি। ভারত সরকারের রাজীব খেলরত্ন পুরস্কারেও ভূষিত হন তিনি।

Udayan Biswas

সম্পর্কিত খবর