বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি তিনি এখন লোকসভার সাংসদও। আবার গত বছরই বিবাহিত জীবনও শুরু করেছেন। একের পর এক ইনিংসে ছক্কা হাঁকিয়েই চলেছেন নুসরত জাহান। এই বছরের শুরুতেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘অসুর’। বিয়ে ও সাংসদ নির্বাচনের পর এটাই প্রথম ছবি। আর সেখানেও বাজিমাত। দু হাতে কার্যত দশদিক সামলাচ্ছেন নুসরত।
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি নিজের ব্র্যান্ড ইয়ুভও শুরু করেছেন। এবার অনন্যা সম্মানে সম্মানিত করা হল নুসরতকে। সংসদীয় বিষয়ে অসাধারন পারদর্শীতার জন্য এই সম্মানে সম্মানিত করা হল অভিনেত্রীকে। এইদিন স্বামী নিখিলের পোশাকের ব্র্যান্ড রঙ্গোলির এক্সক্লুসিভ শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন নুসরত। তাঁর পরনে ছিল গোলাপী ও সোনালি রঙের শাড়ি। সঙ্গে মানানসই গয়না ও হালকা মেকআপ। সত্যিই অসাধারন দেখতে লাগছিল অভিনেত্রীকে।
সাংসদ নির্বাচিত হওয়ার পর বহুবার বহু মানুষের সামলোচনার সম্মুখীন হতে হয়েছে নুসরতকে। বিয়ের পর সিঁদুর পরে সংসদে বক্তৃতা দেওয়ার জন্য মৌলবাদীদের তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। কিন্তু কোনও কিছুতেই দমে যাননি তিনি। দুর্গাপুজো থেকে, রথযাত্রা, ইদ, বড়দিন সব উৎসবই খুব নিষ্ঠাভরে পালন করেছেন নুসরত। এবার তার জন্যই সম্মানিত হলেন তিনি।
https://www.instagram.com/p/B9a_8PnHrgJ/?utm_source=ig_embed
প্রসঙ্গত, পরিচালক ব্রাত্য বসুর আগামী ছবি ডিকশনারিতে দেখা যাবে নুসরত জাহানকে। তাঁর বিপরীতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। এই দুজন ছাড়াও এই ছবিতে দেখা যাবে মোশারফ করিম, অর্ণ মুখোপাধ্যায় ও পৌলমী বসুকে। তবে এই ছবি কবে মুক্তি পেতে চলেছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!