বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে অনুষ্কা শর্মার (Anushka Sharma) বিয়েটা নিঃসন্দেহে একটা বড় ঘটনা ছিল ক্রিকেট ও বিনোদন জগত উভয়ের পক্ষেই। ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তারপর থেকে একে অপরকে চিরকাল উৎসাহ প্রদান করে গিয়েছেন দুজনে। দুজনের কার্যক্ষেত্র আলাদা হলেও সেই উৎসাহে কোনওদিন ভাঁটা পড়েনি। অনুষ্কার ছবি বা ফটোশুটে সবসময় প্রশংসা করতে দেখা গিয়েছে বিরাটকে। অভিনেত্রীও ম্যাচের সময় সাহস জুগিয়েছেন স্বামীকে।
তবে এখন লকডাউন চলায় বন্ধ রয়েছে বিরাটের ম্যাচ ও অনুষ্কার শুটিং দুইই। এই সময়ে বাড়ি বসে বিরাটের ক্রিকেট স্কিলসে যাতে মরচে না পড়ে যায় তার জন্য এক অভিনব উপায় বের করেছেন তাঁরা। লকডাউনে বাড়ির ছাদেই ক্রিকেট খেলতে দেখা গেল বিরাট অনুষ্কাকে।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে ক্রিকেট খেলছেন এই তারকা দম্পতি। ভিডিওর প্রথমে অনুষ্কাকে দেখা যায় ব্যাট হাতে। পরে বিরাট ব্যাটিং করেন ও অনুষ্কা বল করেন।
তারকা ফটোগ্রাফার মানব মঙ্গলানি নিজের ইনস্টা হ্যান্ডেলে এই ভিডিওটি শেয়ার করেছেন। আর শেয়ার করা মাত্রই ভাইরাল এই ভিডিও।
https://www.instagram.com/p/CAPaElzA6LM/?igshid=42j926uwh32l
কিছুদিন আগে নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে দেখা যায় বিরাটকে সমানে চার ছয় মারার কথা বলে যাচ্ছেন অনুষ্কা। আর তাই শুনে বিরাটও হতবাক। কি বলবেন বুঝে পাচ্ছেন না তিনি।
আসলে এই পুরো ভিডিওটাই মজা করে করেন অনুষ্কা বিরাট। লকডাউনের জন্য আপাতত বন্ধ সব খেলা। তাই বাড়িতে বসেই খেলার মাঠের মতো পরিবেশ দেওয়ার জন্যই এই ভিডিও করেন বিরাট পত্নি। তুমুল ভাইরাল হয়ে যায় এই ভিডিও।