বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন বাম মন্ত্রী কান্তি গাঙ্গুলির ( kanti ganguly) নেতৃত্বে বাঁধ সাড়াইয়ে নেমেছে সুন্দরবনের ( sundarban) গ্রামগুলি। পুরুষের পাশাপাশি সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে মেয়েরাও। শহরে যখন বিদ্যুৎতের হাহাকার, জলের জন্য বিক্ষোভ তখন সর্বস্বান্ত মানুষগুলি সরকারের অপেক্ষায় বসে নেই। এক বুক কাদায় দাঁড়িয়ে নদীতে বাঁধ দিচ্ছেন সকলে মিলে।
তাদের জলে কুমির, ডাঙায় বাঘ। বছরের ৩৬৫ দিনই বাস করতে হয় লড়াই করে। কখনো মানুষখেকো পশু থেকে নদীর ভাঙন, বন্যা থেকে শুরু করে ঘুর্ণিঝড় ; সুন্দর বন বারবাত লড়তে শেখায়। আমফানের তাণ্ডবে ছত্রভঙ্গ হওয়ার পর ফের একবার ঘুরে দাঁড়ানোর লড়াই সুন্দরবনের। আর প্রতিবারের মতই এবারের লড়াইয়েও তাদের সাথে রয়েছেন প্রাক্তন বাম মন্ত্রী কান্তি গাঙ্গুলি।
তিনি দুর্যোগের সময়ে বন্ধু। পাশে দাঁড়ায় সবার। তাই আয়লা, ফণী, বুলবুল- যে যখনই রায়দিঘির উপর তান্ডব করেছে, তখনই বুক দিয়ে তিনি রায়দিঘির মানুষদের আগলেছেন। তাঁর বক্তব্য, “রাজনীতি মানেই কি ভোটে জেতা? আমি এব্যাপারে বিশ্বাসী নই৷ রাজনীতি মানে দেশপ্রেম৷ ক্ষমতায় থাকলাম কি থাকলাম না সেটা বিষয় নয়৷ ক্ষমতা থাকলে অনেক কাজ করা যায়৷
https://m.facebook.com/story.php?story_fbid=2980975578644786&id=100001971189329
লোকের পাশে একটু থাকা, ভরসা জোগাতে কি অনেক টাকার দরকার হয়?” তিনি যে ভোট-পাখি নন, ফণী, বুলবুল-এর সময় তার প্রমাণ কান্তি গঙ্গোপাধ্যায় দিয়েছেন৷