বাংলাহান্ট ডেস্কঃ করোনা সংকটের কারনে ইতিমধ্যে দেশে কর্মহীন কয়েক লক্ষ মানুষ। এই সংকট কালেই কয়েক হাজার কর্মসংস্থানের কথা ঘোষনা করল মোদি সরকার (modi government)।
মোদি সরকার জানিয়েছে যে, IBPS RRB পরীক্ষার মাধ্যমে গোটা দেশে গ্রামীণ ব্যাংকে প্রচুর নিয়োগ হবে। গ্রামীণ ব্যাংকে মোট শূন্য পদের সংখ্যা ৯৬৪০৷ বাংলা সহ গোটা দেশ থেকেই এই চাকরিতে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখঃ ২১ জুলাই ২০২০
শিক্ষাগত যোগ্যতাঃ চার্টার্ড অ্যাকাউন্টেট, এম বি এ ও সাধারন গ্রাজুয়েট
আবেদন মূল্যঃ সাধারন শ্রেনী ও ওবিসি দের জন্য আবেদন মূল্য ৮৫০ টাকা। অন্যান্য সকল ধরনের সংরক্ষিত শ্রেনির জন্য ১৭৫ টাকা
এই চাকরির ব্যাপারে আরো বিশদে জানতে https://www.ibps.in/ ওয়েবসাইটটি ভিজিট করুন।
পাশাপাশি, করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের আমজনতা সংকটের মুখে তখনই রাজ্যে ৩৩ হাজার পদ নিয়োগের কথা জানাল রাজ্য সরকার।
গ্রুপ বি, সি ও ডি প্রার্থীদের নিয়োগ হবে। অর্থদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে হবে এই নিয়োগ। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। কোন দপ্তরে কত নিয়োগ তা এখনো জানা না গেলেও পদ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
সবচেয়ে বেশী নিয়োগ হতে চলেছে গ্রুপ সি তে৷ শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৭২৩ জন৷ বি গ্রুপে নিয়োগ হবে ৯ হাজার ১২৭ জনের। গ্রুপ ডি তে নিয়োগ হতে চলেছে ৬ হাজার ৭৮০ জনের।
পাশাপাশি জানিয়ে রাখি, ২০১৩ থেকে রাজ্যে গ্রুপ সি ও ডি নিয়োগ করত স্টাফ সার্ভিস কমিশন। পরে তা ভেঙে দিয়ে পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়।
২০১৭ সালে অর্থ দপ্তর জানিয়েছে, এই দ্বায়িত্ব পেয়েছে পাবলিক সার্ভিস কমিশন।
‘নবান্ন জ্বালিয়ে দাও’, সংযুক্তা রায়ের নামে দায়ের মামলা, এবারে বড় নির্দেশ দিল হাইকোর্ট