বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : উপহার পেতে কে না ভালোবাসে? সম্প্রতি ভাইরাল (viral video) হওয়া একটি ভিডিওতে এমনই এক উপহার পেয়ে আহ্লাদিত হল এক বানর, ভাইরাল ভিডিও দেখে ভালো না বেসে থাকতে পারবেন না আপনিও।
তত্ত্ব বলে বানর জাতীয় প্রাণী থেকেই আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে। বলা বাহুল্য, মানুষের সাথে বানরের চরিত্রের অনেকটাই মিল পাওয়া যায়। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে তেমনই একটি অসাধারণ মিল খুঁজে পেয়েছে নেট জনতা।
ভাইরাল ভিডিও টিতে দেখা যায়, জর্জ নামের ঐ বানরটিকে একজন একটি বাক্স উপহার দেয়। উপহার পেয়ে দারুন খুশি জর্জ সাথে সাথেই খুলে ফেলে বাক্সটি৷ তারপর শিশুর মত উৎসাহ নিয়ে বোতলটি খুলে তার ভিতরে উঁকি দেয় সে৷ তারপর নিজেই বন্ধ করে রাখে৷ ভিডিও এর এক পর্যায় তাকে বোতলের ম্যানুয়ালও পড়তে দেখা যায়।
দ্য কোল্ডেস্ট ওয়াটার নামের এক জলের বোতল নির্মাতা সংস্থা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে ভিডিওটি। পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়ে যায় সেটি। জর্জের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
https://twitter.com/RexChapman/status/1291514990130876418?s=19
এর আগে ভিডিওতে দেখা যায়, বানরটি ট্রাফিক পুলিশের চালান বইটি নিয়ে দীর্ঘক্ষণ টেবিলে বসে রইল। শুধু তাই নয়, তিনি নিজের হাতে কলমটি ধরে এবং ট্র্যাফিক চালানের বইয়ের পৃষ্ঠাগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখে। যেন তিনি চালান বইটি কী এবং কীভাবে চালানগুলি কেটে যায় দেখছে। এদিকে, সেখানে উপস্থিত পুলিশ সদস্যরাও তখন অবাক।
দৃশ্যটি দেখে মনে হচ্ছিল বানর নিজেই চালান কাটতে চলেছে। একজন পুলিশ তার দিকে বন্দুক তুললে বাঁদর লাফ দিয়ে উঠে চেয়ার থেকে টেবিলের উপর বসে পুলিশ কর্মচারীকে ভয় দেখাতে শুরু করে। যদিও কিছুক্ষণের এই অসতর্কতায় এক মহিলা পুলিশকর্মী চালান বই নিয়ে নেন। তারপর তার থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করলেও তাতে সফল হয়নি বানরটি।