মাত্র দুই বছরেই খসে খসে পড়ছে পাকিস্তানে চীন দ্বারা নির্মিত বিমানবন্দরের ছাদ! দেখুন ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ চীনে জিনিষ যে টেকেনা সেটা মোটামুটি বিশ্বের সবাই জানে। একমাত্র করোনা ভাইরাসই টিকে রয়েছে, বাদবাকি চীনের কোন পণ্যই এতটা টেকেনা। গোটা বিশ্ব জানে বর্তমানে চীনের (China) পরম বন্ধু হল পাকিস্তান (Pakistan)। আর চীন এই সময় পাকিস্তানে বিভিন্ন প্রোজেক্টে কাজ করছে। সেরকই একটা প্রোজেক্ট হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আন্তর্জাতিক এয়ারপোর্ট। ওই এয়ারপোর্টকে উন্নত করার জন্য চীনের কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল। আর কিছুদিন যেতে না যেতেই এয়ারপোর্টের হাল বেহাল হয়ে গেছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে এয়ারপোর্টে ছাদ ভেঙে পড়ছে দেখা যাচ্ছে।

টুইটারে অনিল চোপড়া নামের এক ব্যাক্তি ওই ভিডিও পোস্ট করেছেন। ওই ভিডিওতে এক পাকিস্তানির গলার আওয়াজও শোনা যাচ্ছে, আর সে নিজেই বলছে যে এটি ইসলামাবাদ এয়ারপোর্ট। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিমানবন্দরের ছাদের অংশ একের পর এক তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ঝাঁ চকচকে বিমানবন্দরে এরকম একটি ঘটনা যেকোন দেশের জন্যই লজ্জার ব্যাপার। আবার ওই বিমানবন্দর যদি দেশের রাজধানীর হয়, তাহলে তো কোন কথাই নেই।

https://twitter.com/Chopsyturvey/status/1295231313117458432

অনিল চোপড়া জানান যে, এই বিমানবন্দরটি ২০১৮ সালে চীনের একটি কোম্পানি তৈরি করেছিল। দুই বছর যেতে না যেতেই বিমানবন্দরের হাল বেহাল হয়ে গেছে। ভিডিওতে বিমানবন্দরের চারিদিকে লাইট জ্বলতেও দেখা যাচ্ছে এমনকি টার্মিনাসে বেশ কয়েকজনকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পাকিস্তান আর চীন দুইদ দেশেরই নাক কাটা গেছে।

https://twitter.com/rajeev_mp/status/1295256602757550081

ভারতকে টাইট দিতে ইমরান খান জিনপিং এর সাথে বন্ধুত্বের সম্পর্ক দিনের পর দিন ঘনিষ্ঠ করে চলেছেন। আর জিনপিং সেটির সুযোগ নিয়ে ধীরে ধীরে পাকিস্তানে চীনের আধিপত্য বিস্তার করছে। কিছুদিন আগে পাকিস্তানে কয়েকজন পাকিস্তানিকে মারধরের অভিযোগ উঠেছিল চীনা অফিসারদের বিরুদ্ধে। এরপরেও মুখে কুলুপ এঁটে বসে আছে ইমরান খান সরকার।


Koushik Dutta

সম্পর্কিত খবর