কনের সাজে আঙুল উঁচিয়ে কাকে বকছেন দেবলীনা? বিয়ের আগেই মেজাজ হারালেন উত্তম কুমারের নাতবৌ!

বাংলাহান্ট ডেস্ক: সবে মাত্র কিছুদিন হয়েছে চ‍্যাটার্জি বাড়িতে বিয়ে হয়ে এসেছেন দেবলীনা কুমার (devlina kumar)। গৌরব (gourab chatterjee) ও দেবলীনার রাজকীয় বিয়ের ছবি এখনো ঘুরে বেড়াচ্ছে সোশ‍্যাল মিডিয়ার পর্দায়। এরই মাঝে দেবলীনার একটি ছবি (photo) দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।

ছবিতে দেখা যাচ্ছে কনের সাজে গাড়ির মধ‍্যে বসে রয়েছেন দেবলীনা। আঙুল উঁচিয়ে কাউকে বকাঝকা করছেন। ছবিটি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘আমার শিক্ষক মোড সবসময় অন থাকে। কাকে বকা দিচ্ছিলাম কেউ বলতে পারবেন?’

IMG 20201226 144328

উত্তরে একজন লিখেছেন, সম্ভবত পুলিসকে বকাঝকা করছিলেন দেবলীনা। ছবিটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। এর আগেও বিয়ের একটি অদেখা ভিডিও শেয়ার করেছিলেন দেবলীনা। বিয়ের দিন কনের সাজে সেজে তিনি নিজেই গাড়ি চালিয়ে গৌরবকে বিয়ে করতে পৌঁছেছিলেন চৌধুরী হাউসে। একেবারে বিয়ের কনের সাজে সেজেগুজে গাড়ি চালাতে দেখা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/p/CJT31nRASGE/?igshid=80n6ftmv2gbn

 

সম্প্রতি বছরের শেষ রবিবারটা স্বামী গৌরবের সঙ্গে সাইকেল চালিয়ে শহরের রাস্তায় ঘুরলেন দেবলীনা। দ‍্য হুইল প‍্যাক কলকাতার টিমের সঙ্গে ১০০ কিমি সাইকেল চালান দেবলীনা ও গৌরব। অভিনেত্রী জানিয়েছেন এর জন‍্য শনিবার রাতে তাঁর মদ‍্যপানের অভ‍্যাসও ছেড়ে দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CJTQhOwAqnq/?igshid=wnmniqu22jhg

 

এ বছর দম্পতি হিসাবে এই প্রথম একসঙ্গে বড়দিন পালন করলেন দেবলীনা ও গৌরব। ঘনিষ্ঠ বন্ধু গায়ক অনীক ধরের বাড়িতেই খ্রিস্টমাস পালন করেন গৌরব দেবলীনা।
এই বিশেষ দিন উপলক্ষে নিজের বাড়ির ব‍্যালকনিতে খ্রিস্টমাস ট্রি, আলো, তালা, রঙচঙে ফিতে দিয়ে সাজিয়েছিলেন অনীক। খ্রিস্টমাস ট্রির সামনে দাঁড়িয়ে পোজ দিলেন গৌরব দেবলীনা। গৌরবের কোলে দেখা গেল অনীকের মেয়েকেও।

https://www.instagram.com/p/CJOlf-dgB7R/?igshid=kez0mhq9fq7d

 

আবার নিজের ইনস্টা স্টোরিতে অনীকের মেয়ের সঙ্গে গৌরবের খুনসুটির ভিডিও শেয়ার করেন দেবলীনা। এদিন দুজনেই সেজেছিলেন সাহেবি কায়দায়। দেবলীনার পরনে ছিল ধূসর শর্ট ড্রেস ও কালো জ‍্যাকেট এবং গৌরবের পরনে ছিল রঙবেরঙের সোয়েটার ও ডেনিম।

Niranjana Nag

সম্পর্কিত খবর