বাংলা হান্ট ডেস্কঃ প্রতীক্ষার অবসান, ঘোষিত হয়ে গেল আইপিএল 2021 এর সূচি। আগামী 9 ই এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল 2021 এবং ফাইনাল ম্যাচটি হবে 30 শে মে। যেহেতু এখনও পর্যন্ত দেশ থেকে সম্পূর্ণ হবে করোনা ভাইরাস বিদায় নেয়নি সেই কারণে সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হবে আইপিএল এর প্রত্যেকটি ম্যাচ। আর তাই এবার আইপিএল আয়োজন হবে ছটি বিশেষ কেন্দ্রে। সেই বিশেষ কেন্দ্র গুলি হল কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ এবং নয়া দিল্লি।
যেহেতু আর কদিন পরে শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর অর্থাৎ 2 ই মে এর পর কলকাতায় খেলা দেওয়া হবে। কলকাতায় প্রথম ম্যাচটি রয়েছে 9 ই মে। তবে উল্লেখযোগ্য ভাবে এবার কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এর কোন ম্যাচই দেওয়া হয়নি।
https://twitter.com/IPL/status/1368535256014356488?s=20
https://twitter.com/IPL/status/1368470902636126209?s=20
নিয়ম মেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস তাদের সামনে প্রতিপক্ষ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে 25 শে মে, এলিমিনেটর ম্যাচ 26 শে মে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ 28 শে মে এবং ফাইনাল ম্যাচটি হবে 30 শে মে। এই প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে গুজরাটের আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।
https://twitter.com/IPL/status/1368470902636126209?s=20