বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (nusrat jahan) ও যশ দাশগুপ্তের (yash dasgupta) সম্পর্ক নিয়ে গুঞ্জন যেন থেমেও থামতে চাইছে না। সোশ্যাল মিডিয়ায় এখন বেশ বুক ফুলিয়েই একে অপরকে ক্রেডিট দিয়ে ছবি শেয়ার করছেন দুজন। এমনকি দুই তারকার ছবি পোস্ট করার সময়ও প্রায় একই। কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল একত্রে পাহাড়ে ঘুরতে গিয়েছেন যশ নুসরত।
এবার ফের সংবাদ শিরোনামে উঠে এল ‘যশরত’ জুটি। সৌজন্যে, দুজনের ইনস্টাগ্রাম স্টোরি। দুই তারকার স্টোরিতেই দেখা মিলেছে একই ভিডিও। এদিন একটি ভিডিও শেয়ার করেন নুসরত। গাড়িতে করে কোথাও একটা যাচ্ছেন তিনি। গাড়ির মধ্যে রেডিওতে বাজছে যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী অভিনীত ‘টোটাল দাদাগিরি’ ছবির মন রয়েছে তোর হাতে গানটি।
নুসরতের স্টোরির ভিডিওটিই আবার নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন যশ। আর এতেই কৌতূহল বেড়েছে নেটজনতার। যশ নুসরত কি একই গাড়িতে? সপ্তাহ শেষে কোথায় চললেন জুটিতে? প্রশ্ন অনেক ভিড় করলেও উত্তর মেলেনি কারোর তরফেই। তবে নেটিজেনদের একাংশের দাবি, সপ্তাহের শেষে কিছুটা একান্ত সময় কাটানোর জন্য নিরালায় কোথাও পাড়ি দিয়েছেন যশরত জুটি।
সম্প্রতি আরো একটি ছবি নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করেন নুসরত। সেখানে লেখা, কেউ ভালাবাসার নামে মন ভেঙে দেয়, আবার কেউ ভালবাসার নামে সারিয়ে তোলে। অভিনেত্রীর এমন পোস্ট দেখে নেটিজেনরা সন্দেহ করছেন, নিখিল জৈন ও যশের ভালবাসার ফারাকটাই কি এঈ পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিলেন নুসরত? নিখিল কি ভালবাসার নামে কষ্ট দিয়েছেন তাঁকে!
ধীরে ধীরে যে ভাবে যশের সঙ্গে বন্ধুত্বটা আরো প্রকাশ্যে নিয়ে আসছেন নুসরত তাতে তাঁর অনুরাগীদের মত, নিখিলের সঙ্গে বিয়েটা আর না টেকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এখনো বিবাহ বিচ্ছেদ নিয়ে কোনো পক্ষই কোনো মন্তব্য করেননি। তেমনি যশের সঙ্গে সম্পর্ক নিয়েও টুঁ শব্দটাও আর করেননি নুসরত।