বাংলার এই সাতটি জেলায় চলবে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রপাত: আজকের আবহাওয়া

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, আবহাওয়া দফতর (weather office) সূত্রে এমনটাই জানা গিয়েছে। উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে নিজের গতিপথ বানিয়েছে। আর অন্যদিকে বিহার থেকে ওড়িশা অবধি বিস্তৃত রয়েছে উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায়, বেশি পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে।

হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারী রয়েছে। সেইসঙ্গে ভারী বৃষ্টিপাত এবং ধসের সম্ভাবনার কারণে উত্তরের জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা 34° C
সর্বনিম্ন তাপমাত্রা 28° C
আদ্রতা 81%
বাতাস 10 km/h
মেঘে ঢাকা 94%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

todays Weather report 1 st july of west Bengal

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

সপ্তাহজুড়ে বৃষ্টি জারি থাকবে গোটা বাংলা জুড়েই। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জেরে সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে মালদা, উত্তর -দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

rain

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বজ্রবৃষ্টি এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। বাংলার উত্তরে এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় জারি রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।

X