বাংলা হান্ট ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের দিন এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী ছিল রাজধানী দিল্লি। কৃষক আন্দোলন সেদিন এতটাই প্রবল হয়ে ওঠে যে লালকেল্লায় ভারতীয় পতাকার পাশেই উড়িয়ে দেওয়া হয় নিশান সাহেব। যা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল কৃষক আন্দোলনকেও। শুধু তাই নয় এদিন কার্যত কৃষকদের সাথে খন্ড যুদ্ধ বেঁধে যায় পুলিশের। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩০ টি পুলিশ গাড়ি। দু’পক্ষেই আহত হন বহু কৃষক এবং পুলিশকর্মী। এ ধরণের অপ্রীতিকর ঘটনা ভারতের ইতিহাসে এক গভীর দাগ রেখে গেছে।
তাই এবার স্বাধীনতা দিবসে এ ধরনের সমস্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে চাইছে নয়াদিল্লি। সেই কারণে ইতিমধ্যেই লালকেল্লায় কড়া নিরাপত্তা মোতায়ন করা হয়েছে। শুধু তাই নয়, স্বাধীনতা দিবসের কোনরকম ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ, তাই ব্যবস্থা করা হবে দেওয়ালেরও। জানা গিয়েছে চাঁদনী চক থেকে আর দেখা যাবে না লালকেল্লার ভিতরে কি চলছে। কারণ শিপিং কন্টেনার দিয়ে তৈরি করা হবে দেওয়াল। শিপিং কন্টেনার গুলির গায়ে থাকবে দেয়াল চিত্র।
শুধু কৃষকদের আন্দোলন নয় সাম্প্রতিককালে কাশ্মীরেও বেশকিছু বিস্ফোরক বোঝাই উড়ন্ত ড্রোন দেখা গিয়েছে। যা দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে একাধিক জায়গায়। কিছু ড্রোনকে নামিয়েও এনেছে ভারতীয় সেনারা। এইধরনের ড্রোন হামলার আশঙ্কা থেকে বাঁচতেও কড়া নিরাপত্তা ব্যবস্থা করতে চলেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর লালকেল্লার বাইরে এই দেওয়ালের কারণে সুরক্ষা বলয় তৈরি করতে অনেকটাই সুবিধা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এখনও চলছে কৃষক আন্দোলন। কৃষি বিল রোধের দাবিতে সাম্প্রতিক অতীতে নিয়মিত সংসদ চালিয়েছেন বিরোধিতাকারী কৃষকরা। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনও বড় পদক্ষেপ নেওয়া হয়নি এ বিষয়ে।