রাণী রাসমণির সেটে ঢুকেই প্রেম! প্রেমিকাকে পাশে নিয়ে লং ড্রাইভে পাড়ি পর্দার ‘দ্বারিকা’ সুমনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শেষমেষ প্রেম এল অভিনেতা সুমন দে (suman dey) এর জীবনে। ‘করুণাময়ী রাণী রাসমণি’র সেটে ঢুকেই সম্পর্কে জড়ালেন ‘দ্বারিকা’। সদ‍্য করুণাময়ী রাণী রাসমণির উত্তর পর্বে যোগ দিয়েছেন সুমন। রাসমণির ছোট মেয়ে জগদম্বা ও সেজ জামাই মথুরামোহন বিশ্বাসের ছেলে দ্বারিকার বড় বয়সের চরিত্রে অভিনয় করছেন সুমন। এতদিন এই চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা নীলোৎপল বন্দ‍্যোপাধ‍্যায়।

দ্বারিকার যুবক বয়সের চরিত্রে অভিনয় করতে এসেছেন সুমন। আপাতত দেখানো হচ্ছে দ্বারিকার যে মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকে ডাকাতে ধরে নিয়ে যায়। তবে ডাকাতের হাত থেকে পালিয়ছ ছদ্মনামে দক্ষিণেশ্বরের মন্দিরেই এসে ওঠে সেই মেয়ে। তবে না, রাসমণির সেটে কারোর সঙ্গে সম্পর্কে জড়াননি সুমন। তবে সে কে?


এর উত্তর সুমন নিজেই দিয়েছেন সোশ‍্যাল মিডিয়ায়। অভিনেত্রী সুরভী স‍্যান‍্যালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। এই মুহূর্তে ‘ত্রিশূল’ ছবিতে অভিনয় করছেন সুরভী। তাঁদের সম্পর্কের বয়স মাত্র তিন মাস। পরিচয় অবশ‍্য তারও আগে থেকে। তাঁরা দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। তবে কর্মসূত্রে থাকতে হয় কলকাতায়। গত পুজোর সময়েই আলাপ এবং বন্ধুত্ব দুজনের।

https://www.instagram.com/p/CTY_l2jFWPX/?utm_medium=copy_link

এর মধ‍্যেই সোশ‍্যাল মিডিয়ায় প্রেমিকাকে পাশে নিয়ে দুটি ছবি শেয়ার করেছেন সুমন। তিনি সাফ জানান, সম্পর্ক নিয়ে ঢাক ঢাক গুড়গুড় ব‍্যাপারটা তাঁর পোষায় না। তাই সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে সম্পর্ক শেয়ার করতে তাঁর কোনো সমস‍্যা নেই। এতদিন অবশ‍্য সিঙ্গেলই ছিলেন সুমন। সেই ‘নকশিকাঁথা’র সময়ে সহ অভিনেত্রী মানালি দে দিদি নাম্বার ওয়ানে এসে ফাঁস করেছিলেন সে কথা।

টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ সুমন। এখনো পর্যন্ত বহু সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিশেষত ‘নকশিকাঁথা’ সিরিয়ালে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। এরপর ‘ক্ষীরের পুতুল’ সিরিয়ালেও স‍্যমন্তকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেন সুমন।

সম্পর্কিত খবর

X