বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহানের সঙ্গে সম্পর্ক, তাঁর সন্তানের বাবা হওয়া, এমন হাজারো বিতর্কের শিরোনামে অভিনেতা যশ দাশগুপ্ত (yash dasgupta)। নুসরতের সন্তানের বাবা তিনি, এই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর পাওয়া মাত্রই নেটিজেনদের একাংশের আক্রমণের শিকার হয়েছেন তিনি। এমনকি নেটমাধ্যমে ‘যশরত’ জুটিকে বয়কের ডাকও উঠেছে।
কিন্তু এ সমস্ত কিছু থেকেই অনেক দূরে নিজেকে সরিয়ে রেখেছেন যশ। শান্ত স্বভাবের যশকে কোনোদিনই ট্রোল নিয়ে তেমন ভাবে মুখ খুলতে দেখা যায়নি। বরং বরাবর নিজের কাজের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি। এমনকি অভিনেতা আগে এও জানিয়েছিলেন, টলিউড তারকাদের কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে এসব ট্রোল নিয়ে আলোচনা, হাসি ঠাট্টা হয়।
তবে এবারে কোনো বিতর্ক বা ট্রোলের জন্য চর্চায় আসেননি যশ, বরং তাঁর একটি মানবিক কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন নেটমহলে। ছোট্ট ঈশানকে বাড়িতে নিয়ে আসার দিন কয়েক পরেই কজ শুরূ করে দিয়েছেন তিনি। চলছে চিনেবাদামের শুটিং। সেই সঙ্গে রয়েছে ফটোশুটও। এর মাঝেই কিছুটা সময় বের করে সম্প্রতি ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে একঝাঁক কচিকাঁচাদের সঙ্গে দেখা করতে চলে যান যশ।
এই অনাথ আশ্রমের বাসিন্দা ছয় থেকে ১৮ বছরের মেয়েরা। তাদের মধ্যে অনেকেই যশের বড় ভক্ত। তাঁর সব ছবিই নাকি দেখা হয়ে গিয়েছে তাদের। এমনকি খবরের কাগজে যশের ছবি দিলেই সেই ছবি কেটে তা ঠাঁই পায় আশ্রমের ঘরের দেওয়ালে। এমন ফ্যানবেসের খবর পেয়েই অভিনেতা ঠিক করে নিয়েছিলেন একদিন দেখা করতে হবে।
যেমন ভাবা তেমন কাজ। চোখের সামনে প্রিয় অমিনেতাকে দেখে আপ্লুত আশ্রমবাসীরা। অটোগ্রাফের খাতা নিয়ে যশকে ঘিরে ধরে তারা। কাউকেই ফেরাননি অভিনেতা। একটা গোটা দিন এই কচিকাঁচাদের সঙ্গে কাটিয়েছেন যশ। দু হাত ভরে উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি আশ্রমের মেয়েদের জন্য। তাদের পড়াশোনা ও স্বাস্থ্যের ব্যাপারে যে কোনো রকম সাহায্য করবেন তিনি, আশ্রম কর্তৃপক্ষকে এমনটাই কথা দিয়েছেন যশ।