ঠিক কি কারণে আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়? তদন্তের স্বার্থে কমিটি গঠন করল স্বরাষ্ট্র মন্ত্রক

বাংলাহান্ট ডেস্কঃ ঠিক কি কারণে সেদিন ফ্লাইওভারে অতক্ষণ আটকে থাকল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) কনভয়? বারবার আঙ্গুল উঠছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির উপর। কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে পাঞ্জাব সরকারকেও। আর এই বিষয়ের তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হল।

এই কমিটিতে রয়েছে ক্যাবিনেট সেক্রেটারিয়েটের সচিব (নিরাপত্তা) সুধীর সাক্সেনা, আইবি-র জয়েন্ট ডিরেক্টর বলবীর সিং এবং এসপিজি-র আইজি এস সুরেশ। কিভাবে সেদিন পাক সীমান্তের কিছু দূরেই পাঞ্জাবের সেই ফ্লাইওভারে আটকে ছিল প্রধানমন্ত্রীর মতো দেশের অন্যতম ভিভিআইপি-র কনভয়, তা খতিয়ে দেখা হবে। দ্রুতই তদন্ত করে রিপোর্ট জমা দেবে কমিটি।

প্রসঙ্গত, বুধবারে পাঞ্জাবে কৃষক বিক্ষোভের মুখে পড়ে পরিকল্পিত সভা বাতিল করতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi)। ঘনকুয়াশার জেরে ভাতিন্দা বিমানবন্দর থেকে হুসেইনিওয়ালায় কপ্টারে যাওয়ার পরিকল্পনা বাতিল করে, সড়ক পথে বিরাট কনভয় নিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রীর পথ আটকায় কৃষকরা। যে কারণে উড়ালপুল থেকেই ইউটার্ন মেরে প্রধানমন্ত্রীর কনভয় ফিরে যায় ভাতিন্দা বিমানবন্দরে। এই ঘটনায় আধিকারিকদের উদ্দেশে ক্ষোভ বর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জীবিত ফিরে আসতে পেরেছি, এটাই অনেক’।

এই ঘটনা নিয়ে ছিছিক্কার পড়ে যায় রাজনৈতিক মহলে, শুরু হয় তোলপাড়। এই ঘটনায় ইতিমধ্যেই পাঞ্জাবের কংগ্রেস সরকারকে তুলোধনা করতে বাদ রাখেনি বিজেপি শিবির। এরই মধ্যে আবার ওই ঘটনার কারণ জানতে চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে পাঞ্জাব সরকারের কাছে।

Smita Hari

সম্পর্কিত খবর