বাংলা হান্ট নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের জ্বালা কিছুটা জুড়িয়ে নিলো ভারত। ঘরের মাঠে নিকোলাস পুরানের ওয়েস্ট ইন্ডিজ-কে ৩-০ ফলে সিরিজে হারিয়ে শুরু হয়ে স্থায়ী একদিনের অধিনায়ক হওয়া রোহিত শর্মার যাত্রা। আজকের ম্যাচ ছিল শুধুমাত্র নিয়মরক্ষার। তাই দলে একাধিক পরিবর্তন করেছিলেন রোহিত। বাদ পড়েছিলেন লোকেশ রাহুল, দীপক হুডা, শার্দূল ঠাকুররা। দলে এসেছেন শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, দীপক চাহার-রা। তা সত্ত্বেও জিততে অসুবিধা হয়নি ভারতের।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। দ্রুত ড্রেসিংরুমে ফিরে যান রোহিত, কোহলি এবং ধাওয়ান। এরপর শ্রেয়স আইয়ার এবং রিশভ পন্থ ভারতীয় ইনিংসের হাল ধরেন। দুজনেই মোটামুটি একই সময়ে অর্ধশতরান সম্পূর্ণ করেন। এরপর পন্থ ৫৪ বলে ৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজের তরুণ লেগস্পিনার হেডেন ওয়ালসের শিকার হন। আরও কিছু পরে সতর্ক হয়ে খেলতে থাকা শ্রেয়স আইয়ার আক্রমন করতে গিয়ে সেই ওয়ালস-কেই উইকেট দিয়ে বসেন ব্যক্তিগত ৮০ রানে।
গত দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সূর্যকুমার যাদব আজ ব্যর্থ। ভারতীয় ইনিংসকে শেষ দিকে গতি দেন ওয়াশিংটন সুন্দর ও এই সিরিজে প্রথমবার খেলতে নামা দীপক চাহার। সুন্দরের ৩৩ এবং চাহারের ৩৮-এ ভর করে ৫০ ওভার শেষে স্কোরবোর্ডে ২৬৫ রান তুলে অলআউট হয়ে যায় ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ টি উইকেট নেন জেসন হোল্ডার। ২ টি করে উইকেট নেন হেডেন ওয়ালস এবং আলঝারি জোসেফ।
রান তাড়া করতে নেমে ফের ভারতীয় বোলিংয়ের সামনে অসহায় দেখিয়েছে ক্যারিবিয়ান বোলারদের। তাদের হয়ে সর্বোচ্চ রান করেন ৯ নম্বরে নামা ওডেন স্মিথ (৩৬)। নিকোলাস পুরান বাদে দলের সকল ব্যাটার ব্যর্থ। ৩৮ ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৩ টি করে উইকেট পেয়েছেন। আজই সিরিজে প্রথমবারের জন্য মাঠে নামা দীপক চাহার এবং কুলদীপ যাদব ২ টি করে উইকেট নিয়েছেন। ৮০ রান করার জন্য ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার।