ফের পকেটে টান পড়বে আম জনতার! গ্যাস-তেলের পর এবার বাড়তে চলেছে ইন্স্যুরেন্সের দাম

বাংলা হান্ট ডেস্ক: ফের পকেটে টান পড়তে চলেছে সাধারণ মানুষের। জানা গিয়েছে যে, এবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক বিভিন্ন শ্রেণির যানবাহনের জন্য তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) মোটর বিমা প্রিমিয়াম বৃদ্ধির প্রস্তাব করেছে, যা আগামী ১ এপ্রিল থেকে গাড়ি এবং দু-চাকার গাড়ির বিমার খরচ বাড়িয়ে তুলবে।

প্রস্তাবিত সংশোধিত দর অনুসারে জানা গিয়েছে যে, নতুন বিমা পরিকাঠামোতে 1000cc-র প্রাইভেট কারগুলির জন্য বিমার খরচ হবে ২,০৯৪ টাকা। ২০১৯-২০ সালে এই টাকার পরিমান ছিল ২,০৭২ টাকা। একইভাবে, 1000cc থেকে 1,500 cc-র প্রাইভেট কারগুলিতে ৩,২২১ টাকার পরিবর্তে বিমার জন্য বর্তমানে খরচ হবে ৩,৪১৬ টাকা। অপরদিকে 1,500cc-র বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির মালিকরা ৭,৮৯০ টাকার পরিবর্তে ৭,৮৯৭ টাকায় প্রিমিয়াম পাবেন৷

এদিকে, শুধু গাড়ির ক্ষেত্রেই নয়, পাশাপাশি দু’চাকার ক্ষেত্রেও বাড়তে চলেছে বিমার দাম। জানা গিয়েছে যে, 150cc-র বেশি কিন্তু 350cc-র কম ক্ষমতাসম্পন্ন বাইকের জন্য ১,৩৬৬ টাকার প্রিমিয়াম লাগবে এবং 350cc-র বেশি দুই চাকার জন্য সংশোধিত প্রিমিয়াম হবে ২,৮০৪ টাকা।

তবে, এই সংশোধিত বিমা প্রিমিয়াম করোনা মহামারীর কারণে দু’বছরের স্থগিতাদেশের পর আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI দ্বারা এই বর্ধিত বিমার হার সম্পর্কে জানানো হয়েছিল। তবে, এবার সড়ক পরিবহন মন্ত্রক বিমা নিয়ন্ত্রকের সাথে পরামর্শ করে এই হারগুলিকে লাগু করবে। এছাড়াও, আগামী ১৪ মার্চের মধ্যে এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

car on a pile of coins min.2e16d0ba.fill 800x450 1

বিজ্ঞপ্তি অনুসারে আরও জানা গিয়েছে যে, বৈদ্যুতিক ব্যক্তিগত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক দু’চাকার গাড়ি, পণ্য বহনকারী বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহন এবং বৈদ্যুতিক যাত্রী বহনকারী যানবাহনের জন্য ১৫ শতাংশ ছাড়ের প্রস্তাব করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, থার্ড পার্টি বিমা কভার একটি বাধ্যতামূলক কভার, যা গাড়ির মালিককে কিনতে হয়। এই বিমা কভারটি সড়ক দুর্ঘটনার কারণে তৃতীয় পক্ষের কোনো মানুষের সম্ভাব্য ক্ষতির দিকটি বিবেচনা করে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর