একই মঞ্চে সানি লিওন-নুসরত জাহান! বাংলাদেশে বিয়েবাড়িতে নাচেগানে আসর মাতালেন দুই তারকা

বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) কার্যত চাঁদের হাট। শুধু বলিউড নয়, টলিউড তারকারাও গিয়ে উপস্থিত হয়েছেন পড়শি দেশে। উপলক্ষ বিয়েবাড়ি। সানি লিওন (Sunny Leone), নুসরত জাহান (Nusrat Jahan), যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী, নার্গিস ফকরি, শেফালি জরিওয়ালা এক নেই অতিথি তালিকায়! নেচে গেয়েও মঞ্চ মাতানোর কথাও শোনা গিয়েছে নুসরত মিমি সানিদের।

সানি লিওন যে বাংলাদেশে সেকথা আর কারোরই অজানা নেই। শনিবারই ঢাকা পৌঁছে হাসিমুখে ছবি দিয়েছিলেন তিনি। রবিবার কলকাতা বিমানবন্দর থেকে ছবি শেয়ার করলেন নুসরত ও যশ। কিন্তু গন্তব‍্য সেদিন ফাঁস করেননি তাঁরা। সোমবার একেবারে বিয়েবাড়ির সাজে সেজে ছবি শেয়ার করলেন দুজনে। জানালেন, তাঁরাও রয়েছেন ঢাকায়।

IMG 20220313 004405
রঙ মিলান্তি সাজে সেজেছিলেন যশ নুসরত। গাঢ় নীলের উপরে রূপোলি জরির কাজ করা লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন নুসরত। সঙ্গে কানে বড় দুল, হাতে একগোছা চুড়ি, কপালে টিকলি আর চুলে ফুল লাগিয়ে সাজ সম্পূর্ণ করেছেন। অন‍্যদিকে যশ সেজেছিলেন সাদা ধুতি প‍্যান্ট ও গাঢ় নীল রঙা বন্ধগলায়।

https://www.instagram.com/p/CbExzCavI4B/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CbEvWZZgKDN/?utm_medium=copy_link

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর বাংলাদেশের নামী ‘গান বাংলা চ‍্যানেল’ এর কর্ণধার ফারজানা মুন্নির মেয়ের বিয়ে উপলক্ষেই ডাক পড়েছিল টলি বলি তারকাদের। উল্লেখ‍্য, বাংলাদেশের কৌশিক হোসেন তাপস মুন্নির চারটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সানি, নুসরত ও মিমি।

https://www.instagram.com/p/CbCOS5wLiha/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CbCPWFmIHwJ/?utm_medium=copy_link

এর মধ‍্যে ‘নাচ ময়ূরী নাচ’এ দেখা গিয়েছিল নুসরতকে। ‘তুই আর আমি’ মিউজিক ভিডিওতে বাংলাদেশি তারকা নীরব হোসেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি। আর সানিকে দেখা গিয়েছিল ‘দুষ্টু পোলাপাইন’ এবং ‘লাভলি অ্যাকসিডেন্ট’ মিউজিক ভিডিওতে। জানা যাচ্ছে, বিয়ে বাড়িতেও গানের তালে কোমর দুলিয়েছেন তিন তারকা।

Screenshot 2022 03 14 17 07 24 150 com.instagram.android
বিয়েবাড়িতে মিমি সেজেছিলেন আদ‍্যোপান্ত অফ হোয়াইট রঙা মিরর কাজের লেহেঙ্গা চোলিতে। সঙ্গে কুন্দনের গয়না। তবে বাংলাদেশ থেকেই সোজা সানি, ড‍্যানিয়েল, শেফালিদের সঙ্গে মুম্বইয়ের উড়ান ধরেন যাদবপুরের সাংসদ। একসঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর