বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi)-র সুবিধাভোগীদের এবার অপেক্ষার অবসান হতে চলেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩১ মে (মঙ্গলবার) দেশের ১২ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একাদশ কিস্তির সূচনা করবেন। যে সমস্ত কৃষক কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন তাদের নাম ইতিমধ্যেই PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://pmkisan.gov.in-এ প্রকাশ করা হয়েছে।
আগামীকাল কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে:
আপনিও যদি এই প্রকল্পের আওতায় আসেন, তাহলে ওয়েবসাইটের মাধ্যমে তালিকায় আপনার নাম দেখতে পারেন। মূলত, সরকার একাদশ কিস্তি প্রকাশের আগে কৃষকদের e-kyc করতে বলেছিল। এর আগে এই প্রক্রিয়ার শেষ তারিখ ৩১ মার্চ থাকলেও পরে তা বাড়িয়ে ৩১ মে করে সরকার। বর্তমানে আগামী ৩১ মে, সরকারের পক্ষ থেকে অ্যাকাউন্টে কিস্তির টাকাও পাঠানো হচ্ছে।
এইভাবে তালিকায় আপনার নাম চেক করুন:
* এই তালিকায় নাম চেক করতে হলে প্রথমে PM কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in-এ ক্লিক করতে হবে।
* তারপর “ফার্মার কর্নার”-এ দেওয়া Beneficiary List-এর অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর যে ওয়েবপেজ খুলবে, সেখানে রাজ্য, জেলা, সাব-জেলা, ব্লক এবং গ্রামের তথ্য দিতে হবে।
* সব তথ্য দেওয়ার পর “Get Report”-এ ক্লিক করুন। এখানে একটি তালিকা খুলবে। যেখানে আপনি আপনার নাম খুঁজে পেতে পারেন। যদি তালিকায় আপনার নাম থাকে, তাহলে অ্যাকাউন্টে PM কিষাণ নিধির ২,০০০ টাকা ঢুকবে।
হেল্পলাইন নম্বরে ফোন করুন:
যদি আপনার নাম তালিকায় না থাকে, তাহলে দ্রুত আপনার জেলার সংশ্লিষ্ট নোডাল অফিসারের সাথে যোগাযোগ করুন। পাশাপাশি, তালিকায় কেন আপনার নাম নেই তার কারণ জেনে অসম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। এছাড়াও, যদি আপনার নাম পরপর দুই কিস্তিতে তালিকায় না আসে, তাহলে হেল্পলাইন নম্বর 011-24300606-এ ফোন করুন। এখানে ফোন করার পরে, আপনি আপনার নাম এবং অন্যান্য বিবরণ দিয়ে বিস্তারিত তথ্য পেতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ই-কেওয়াইসি (e-kyc) এখনও করেননি এমন কৃষকদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। এমতাবস্থায়, কৃষকদের এই প্রক্রিয়া অবশ্যই করাতে হবে। অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যমেই এই e-kyc করা সম্ভব।