অণ্ডকোষের পর এবার অর্শ! সিবিআই জেরার পর শারীরিক ভাবে বেহাল দশা অনুব্রতর

বাংলাহান্ট ডেস্ক : কাহিল অবস্থা অনুব্রতর। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে দীর্ঘ সময় ধরে জেরা করছে সিবিআই। শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করতে এসএসকেএম হাসপাতালে আসেন তিনি। সূত্রের খবর, অর্শের সমস্যা বেড়েছে তাঁর। সার্জারি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিতে হাসপাতালে অনুব্রত। তবে হাসপাতালে ভর্তি হবেন কিনা, জানা যায়নি এখনও।

বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিজিও কমপ্লেক্সে লম্বা জেরা করা হয় অনুব্রত মণ্ডলকে। টানা প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসেন তিনি। জানা গিয়েছে, তদন্তকারী অফিসাররা অনুব্রত মণ্ডলের মেয়ের নম্বরও নিয়েছেন। এমনকি তৃণমূলের জেলা সভাপতির দেহরক্ষীদেরও নম্বর নিয়ে রেখেছেন সিবিআই আধিকারিকরা।

এবার বীরভূম থেকে বেরোনর আগেই তিনি জানিয়েছিলেন চিকিৎসককে দেখানোর কথা রয়েছে তাঁর। শরীরের অবস্থাও যে খুব একটা ভালো নেই তারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। কার্যত গাড়ি থেকে নেমেই রক্ষীদের কাঁধে ভর দিয়েই তিনি যাতায়াত করছেন ইদানিং। বিগত দিনে সিবিআই তলবের দিনই তিনি গাড়ি ঘুরিয়ে চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন তিনি। তাঁর অন্ডকোষের সমস্যা রয়েছে বলেও সেই সময় জানা গিয়েছিল। তবে এবার জানা যাচ্ছে তাঁর অর্শের সমস্যা বেড়েছে।

সূত্রের খবর, তিনি পূর্ব নির্ধারিত সূচি মেনেই এসএসকেএমে এসেছেন। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। আর কোনও টেস্ট করতে হবে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে অনুব্রতর অর্শর সমস্যা রয়েছে। তবে ইদানিং সেই সমস্যাটা বেড়েছে। তার চিকিৎসা করার জন্যও তিনি এসএসকেএমে এসেছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন। তবে তাঁকে এবার ভর্তি করা হবে কি না তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

Untitled design 62 2

এর আগে গত শুক্রবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। নিজাম প্যালেসে শারীরিক অসুস্থতার জন্য হাজিরা দিতে পারেননি তৃণমূলের এই দাপুটে নেতা। ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরার জন্য বুধবার রাতেই কলকাতা পৌঁছে যান অনুব্রত। বৃহস্পতিবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য যান অনুব্রত।

Sudipto

সম্পর্কিত খবর