বাংলাহান্ট ডেস্ক : বাস্তুশাস্ত্রের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে বিজ্ঞানের। বাস্তুশাস্ত্র মতে ঠাকুরঘর উত্তর – পূর্ব কোন অর্থাৎ যাকে আমরা ঈশান কোন বলি সেখানেই হওয়া উচিত l
কেন করবেন ঈশান কোনে ঠাকুর ঘর?
জানেন কী ঈশান কোন কেনো ঠাকুরঘর করার জন্য সবচেয়ে উপযুক্ত? জেনে নিন তার সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা।
আমাদের মোট দশটি দিক। সেগুলি হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর – পূর্ব কোন (ঈশান কোন ), উত্তর – পশ্চিম কোন (বায়ু কোন ), দক্ষিণ – পূর্ব কোন ( অগ্নি কোন ), দক্ষিণ – পশ্চিম কোন ( নৈরিত কোন ), আকাশ ও পাতাল l মানুষের জীবনে প্রধান – অপ্রধান সব দিকগুলি মূলত প্রকৃতিই নিয়ন্ত্রণ করে l মানুষের জীবনের উপর প্রকৃতির প্রভাব ভীষণভাবে কার্যকরী l প্রকৃতির মঙ্গলময় দশ দিক গুলিকে বিজ্ঞানসম্মত ভাবে ঠিক ঠিক ভাবে কাজে লাগিয়ে মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য্য ও শান্তি বৃদ্ধি করাই হলো বাস্তুশাস্ত্রের প্রধান উদ্দেশ্য। আমাদের চারটি বেদের মধ্যে অথর্ব বেদ হলো অন্যতম আর এই অথর্ব বেদেই আছে বাস্তুশাস্ত্রের উল্লেখ। বিজ্ঞান ভিত্তিক বাস্তুশাস্ত্রের সঠিক প্রয়োগ দেখা যায় ভারতবর্ষের সুপ্রাচীন বিখ্যাত মন্দির, প্রাচীন নগর প্রভৃতিতে।
বৈজ্ঞানিক ব্যাখ্যা :-
এবার আস যাক ঠাকুরঘর ঈশান কোনে কেনো করবো তার বৈজ্ঞানিক ব্যাখ্যাতে। আমাদের দশ দিকের প্রধান দিক হলো উত্তর ও পূর্ব। উত্তর হলো পৃথিবীর উত্তর মেরু অর্থাৎ যেখান থেকে চৌম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয় এই তরঙ্গ বাহিত হয় দক্ষিণ দিকে। আমরা এই ম্যাগনেটিক ফিল্ডকে দেখতে পাইনা ঠিক যেভাবে আমরা বিদ্যুৎ কেও দেখতে পাইনা। কিন্তু বিদ্যুৎ বৈদ্যুতিক তার-এর মাধ্যমে প্রবাহিত হয়। আমাদের এই ম্যাগনেটিক এনার্জি সর্বদা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। পূর্ব দিক হলো যেদিক থেকে সূর্যদেব উদিত হন এবং পশ্চিম দিকে অস্ত যান। এই পূর্ব দিক হলো সোলার এনার্জি বা সৌর শক্তি। এই দুটি এনার্জির রেজাল্টেন্ট কিন্তু উত্তর ও পূর্ব কোন থেকে জেনারেট করছে ও দক্ষিণ – পশ্চিম কোনে প্রবাহিত হচ্ছে। তাই আমরা ঈশান কোনে ঠাকুর ঘর করি। এই ঠাকুর ঘর কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি, সুগন্ধি ধুপ ও ফুল দিয়ে পুজো করি। এই ক্রিয়া তে আমরা ঈশান কোনে পজিটিভ এনার্জিকে সৃষ্টি করি ও পুরো বাড়িটাকে পজিটিভ শক্তি দ্বারা ভরিয়ে রাখি। বাড়িতে পজিটিভ এনার্জি থাকলে শরীর ও মন সুস্থ থাকে ও সুস্থ শরীর ও মন কখনোই অসুস্থ কাজ করতে পারে না।
তাই মনে রাখবেন ঈশান কোনে কখনো টয়লেট, বাথরুম, কিচেন, সিঁড়ি করবেন না তার কারণ হলো এইগুলি সবসময়ই নেগেটিভ এনার্জি সৃষ্টি করে। আর নেগেটিভ এনার্জি মানুষের শরীর ও মন সুস্থ রাখতে পারে না।
তাই বলা হয় Health is Wealth (স্বাস্থ্যই সম্পদ )।
আমার স্লোগান হলো Health, Happiness & Prosperity is not by chance, it can be chosen. So minding your body & mending your mind.
বিশেষজ্ঞ : Pandit Shri Kalpataru
যোগাযোগ : 9062068595/7003191678